যারা এখনো রজনীকান্তকে চিনেন না তাদের জন্য জানানো যাচ্ছে, তার বায়োগ্রাফী লেখা নিষিদ্ধ, তবে তার কিছু বণর্না দেয়া যেতে পারে; যেমন:
১. যখন ঈশ্বর চমকে উঠেন তখন তিনি বলেন: “O My Rajinikanth!!”
২. রজনীকান্ত একবার একটা আপেল এক কামড় খেয়ে ছুঁড়ে ফেলেন যা স্টিভ জবস কুড়িয়ে পেলে তার কোম্পানির নাম দেন “এ্যাপল”।
৩. ছয় বছর বয়সে রজনীকান্ত তার আন্ডারওয়্যারটি ছুঁড়ে ফেলেন যেটি কুড়িয়ে পেয়ে আজকের সুপারম্যান নিজেকে ‘সুপারম্যান’ হিসাবে আবিষ্কার করেন।
৪. ৮ বছর বয়সে রজনীকান্তের গুটিবসন্ত হয়, এর পর পৃথিবী থেকে গুটিবসন্ত বিলুপ্ত হয়ে যায়।
৫. ২০১২ সালে পৃথিবী ধ্বংস হওয়ার কথা থাকলেও হচ্ছে না, কারণ রজনীকান্ত সম্প্রতি একটি ল্যাপটপ কিনেছেন যার ওয়ারেন্টি ৩ বছর।
৬. রজনীকান্তের বাসায় কোন পানির লাইন নেই, তিনি হাত তালি দিলে, অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে; সেটা দিয়েই তার চলে।
৭. রজনীকান্ত যখন প্রথম গাড়ি এক্সিডেন্ট করেন তখন থেকেই গাড়ি রক্ষার জন্য “এয়ার ব্যাগ” আবিষ্কৃত হয়।
৮. রজনীকান্ত প্যান্ট পড়ার সময় দুই পা একসাথে ঢুকাতে পারেন।
৯. রজনীকান্তের মোবাইল চার্জের জন্যই ইণ্ডিয়াতে প্রথম পারমাণবিক চুল্লি বসানোর পরিকল্পনা করা হয়।
১০. একবার এক ফুটবল তারকা রজনীকান্তকে চ্যালেঞ্জ করে বলেছিলেন তিনি আঙুলের উপর দুই ঘন্টা ফুটবল ঘুরাতে পারেন, যা রজনীকান্ত পারবে না; রেগে গিয়ে রজনীকান্ত পৃথিবীর ঘূর্ণন বন্ধ করে দিবেন বলে হুমকি দিয়েছিলেন!
১১. ১০০০ বছর পর রোবটরা সিনেমা তৈরি করবে যার নাম হবে “রজনীকান্ত”।
১২. রজনীকান্ত একবার তার মানিব্যাগ হারিয়েছিলেন, এর পর-পরই পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়।
১৩. যখনই রজনীকান্তের কম্পিউটার হ্যাং করে তখনই মাইক্রোসফট বুঝতে পারে, উইন্ডোজের নতুন ভার্সন ছাড়ার সময় হয়েছে।
১৪. রজনীকান্ত পাঁচটা ভাষায় শীষ বাজাতে পারে।
১৫. রজনীকান্ত একবার এক ফকিরকে আটআনা ছুঁড়ে দিয়েছিলেন, সেই ফকির এখন ব্যান্ড দল “50 Cents”।
১৬. একদিন রজনীকান্ত রবিবার স্কুল পালিয়েছিলেন, তারপর থেকে ইন্ডিয়াতে রবিবার সরকারী ছুটির দিন।
১৭. অক্টোপাস পল মারা যাওয়ার প্রধান কারণ তাকে জিজ্ঞেস করা হয়েছিলো ‘রজনীকান্ত কখন মারা যাবে’।
১৮. পথিবীতে আর কখনো সুনামি হবে না, কারণ রজনীকান্ত প্রতিজ্ঞা করেছেন তিনি আর সমুদ্রে লুঙ্গি ধুবেন না।
১৯. রজনীকান্তের ইমেইল এড্রেস হলো:
২০. রজনীকান্ত ড্রইভিং লাইসেন্স পান 37 সেকেন্ড বয়সে।
২১. রজনীকান্ত ছোটবেলায় বিছানায় হিসু করে দিতেন বলে ধারণা করা হলেও পরে জানা যায় - বিছানা ভয়ে হিসু করে দিতো।
২২. রজনীকান্তের মগজ চাচা চৌধুরীর চেয়েও প্রখর!!
[সংগৃহীত ও পরিমার্জিত] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।