আমাদের কথা খুঁজে নিন

   

আগে কয়নাই এখন কয় ক্যা !!!!!!!! একজন অপরাধীর বিষ্ময় !!!!

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!! সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ এইটা একটা এলার্জি উদ্রেক কারক পোষ্ট !!! যাহাদের এলার্জি আছে তাহারা, হাত বাইন্ধা রাখতে পারলে ঢু মাইরেন। নাইলে, চুল্কানি থামবো না, আর একবার চুল্কানি শুরু হইলেই দেখবেন কয়জনে আইসা চুল্কাইয়া দেয়। আমাদের গ্রামের একজন চেয়ারম্যান ছিলো। চরম শয়তান। খুনের অভিযোগ ছিলো ৪-৫ টা।

নির্বাচনে একবার দাড়াইলে, প্রতি পক্ষ কইলো এই খুনীরে ভোট দিলে সন্ত্রাস বাড়বে। দ্বিতীয় বার দাড়াইলে আবারো অন্য প্রতিপক্ষ বললো এই হত্যাকারী কে ভোট দিয়া নিজেদের সর্বনাশ ডাইকা আইনেন না। আর ওই লোকের হাসে আর বলে " এইবার বুজছেন আপ্নারা, আমি নির্বাচনে দাড়াইলেই খারাপ মানুষ আমারে কেম্নে পচাইতে চায় !! আমারে এতো দিন খুনি কইছে কিন্তু হত্যা কারী কয়নাইকা কেউই। এখন ক্যান কয় ?? তাইলে বুঝেন নির্বাচনে দাড়াইছি বইল্যা আমারে হত্যাকারী বইলা মিথ্যা অপবাদ দিতাছে। " এটিএন নিঊজ এ একজন বিশিষ্ট (না অবশিষ্ট) ব্যাক্তিত্তের সাক্ষাতকার (সহীহ আপন নামা) প্রচার হইলো, যেখানে সে দাবি করে ২০০১ এর আগে তারে ঘাতক-দালাল বলেছে, রাজাকার- আলবদর বলেছে, কিন্তু যুদ্ধাপরাধী নাকি বলেছে শুধু ২০০১ এর পরেই।

রিয়েল জোকস শো !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।