আমাদের কথা খুঁজে নিন

   

গত কয়েকদিন, আমি। (একটি মুল্যবান বানী ফ্রী)

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক জানিনা। দিনগুলো কিভাবে কেটেছে! মেজাজ খুব খারাপ ছিলো। মনটাও। সব কিছু থেকে দূরে ছিলাম। ব্লগ, আড্ডা, ফেবু।

একদম দূরে ছিলাম যে, তা না। ছিলাম। ব্লগেও এসেছি। ফেবুতেও গিয়েছি। কিন্তু, কোন জায়গাই মেজাজ ভালো করেনি।

বরং আরো বিগড়ে দিয়েছে। আজ সিগারেট ছেড়ে দিলাম। ভালো লাগছে। আম্মাকে বললাম। আম্মা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলো।

অন্যদিন ১০ টাকা বেশি চাইলেও পেতামনা। আজ আম্মা ৫০ টাকা বেশি দিলেন। (হায়রে, সিগারেট খাওয়ার দিনগুলোতে আম্মার এমুন বদন্যতা মিস করেছি। ) জানিনা, কতদিন ছেড়ে থাকতে পারবো। মেজাজটাকে আয়ত্বে আনার বহু চেষ্টা করছি।

আর এই কঠিন সময়ে সিগারেটটা ছেড়ে দিলাম! সবশেষে সবার জন্য একটা বানী- "লেবু বেশি চিপলে তিতা হয়, কিন্তু যে চিপে সে তার চাইতে বেশি তিতা হয়" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।