আমাদের কথা খুঁজে নিন

   

কর মানদণ্ডে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে

ভালো থাকতে চাই করবান্ধব পরিবেশ বিবেচনায় দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। কার্যকর কর আদায়-ব্যবস্থা ও প্রশাসনের স্বচ্ছতা মিলিয়ে এই মানদণ্ড ধরা হয়েছে। ‘গুড গভর্নেন্স ফর ইন্টারন্যাশনাল বিজনেস : এশিয়া প্যাসিফিক ২০১১’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সিঙ্গাপুরভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ভ্রেইনস অ্যান্ড পার্টনার্স পিটিই লিমিটেড এই প্রতিবেদন প্রকাশ করেছে। কর মানদণ্ডে বাংলাদেশের অবস্থান সামগ্রিকভাবে ১২তম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

ভারতের অবস্থান সপ্তদশ ও শ্রীলংকা অষ্টাদশ। মূলত গত কয়েক বছরে কর প্রশাসনে বেশ কিছু সংস্কার হয়েছে। জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন। এতে কর আদায় বেড়েছে। আগের চেয়ে তুলনামূলক বেশি করবান্ধব হয়েছে রাজস্ব খাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।