আমাদের কথা খুঁজে নিন

   

যে ব্লগটি প্রথম পাতায় একসেস না পেলে সামহোয়ারইন ব্লগের ব্লগারগণ দারুণ সব ছড়া থেকে বঞ্চিত হবেন

যাও তবে অবশ্যই সন্মুখে। পিছিয়ে পড়োনা কারণ ব্যর্থতার কোন সিঁড়ি নেই। সামহোয়ারইন ব্লগ সন্দেহ নেই আমাদের প্রাণের ব্লগ। এ ব্লগ আমাদের বিষন্নতার বন্ধু। অসময়ের অস্ত্র।

নির্ভয়ের নায়ক। সুখের সাথী। সময়ের সাহস। আমরা চাই এ ব্লগ হোক সাম্প্রদায়িকতা মুক্ত এক অবাধ মিলনমেলা। যেখানে সবাই পাবে মত প্রকাশের অবাধ স্বাধীনতা।

তবে ব্লগের নীতিমালা অবশ্যই রক্ষার অঙ্গীকার করবে সব ব্লগার এবং সেটা মেনে চলবে এটাও কাম্য। এখানে নতুন ব্লগার যারা আসবে তাদের দেয়া উচিৎ উৎসাহ, উদ্দীপনা আর ব্লগের জগতে শুভকামনা। একজন দারুণ ছড়াকাড়ের ব্লগ একমাস অতিক্রান্ত হয়ে গেছে অথচ এখনও প্রথম পাতায় একসেস পায়নি। একমাসে পোষ্ট করেছেন প্রায় ১৫ টি ছড়া এবং কবিতা। যে ছড়া এবং কবিতাগুলো নিংসন্দেহে উন্নত মানের! কিন্তু সামহোয়ারইনের নিয়ম কেমন যেন! এক সপ্তাহের কথা বলে একমাস একজন সম্ভাবনাময় ব্লগার কে অবজারভেশনে রাখা কেমন যেন একরোখা মনে হয়! আমাদের সকলের আবদার এই ব্লগারকে অতি দ্রুত প্রথম পাতায় একসেস দেয়া হোক! প্রিয় এবং সম্মানিত মডারেটরের এব্যাপারে সচেতন দৃষ্টি কামনা করছি।

এই ব্লগার একমাসে দারূন সব কবিতা ও ছড়া পোষ্ট করেছেন। মন না চাইলেও দেখে আসুন এখানে ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.