আমাদের কথা খুঁজে নিন

   

অণু কাব্য

ভাঙ্গাকুলার ছাই... অণু কাব্য - ০১ অণু কাব্য - ০২ আমি ক্যাম্পাস এর বাইরে কিছু বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় অণুকে আসতে দেখে, এক বন্ধু দাড়িয়ে জিজ্ঞেস করল- তোমার নাম কি? [অণু নতুন হওয়ায়, সবার সাথে এখনো ভালভাবে পরিচয় হয়নি। ] আমার নাম কাব্য থেকে জেনে নিও। এই বলেই অণু ক্যাম্পাস এর ভিতরে চলে গেল। আর সব বন্ধুরা ধরল আমাকে। ক্যাম্পাস এ আসলো, দুই দিন হলোনা, আর এখনই কাব্যর কাছ থেকে নাম জেনে নাও? ওর নাম কি? ওর নাম অণু।

ও কেন এটা বলে গেছে, আমি জানি না। তুমি কিভাবে জানবা? ডুবে ডুবে জল যে খায়, সে কি আর জানে! আচ্ছা বাদদে, অনেক হইছে। ক্লাস শুরু হবে এখন, চল ক্লাসে যাই। ক্লাস শেষে, আমি অণুর কাছে জানতে চাইলাম- অণু. তুমি সকালে, কাকন এর প্রশ্নের এমন উত্তর দিরা কেন? কেমন উত্তর? কেমন উত্তর মানে? তুমি জানোনা? কেন আমি কি এমন উত্তর দিতে পারি না? না তা পার, কিন্তু... কথা শেষ করার আগেই, অণুর এক বন্ধু চলে আসে, তাই আমি বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসি। সন্ধ্যায়, অণুন ফোন।

হ্যালো! কি করো? কিছু না, বল? তুমি কি, সকালের জন্য আমার উপর রাগ করছো? রাগ করি নাই, তবে কাজটা ঠিক হয় নাই। ক্লাসে সবাই এখন নানা রকম কথা শুরু করবে। যেটা আমার ভাল লাগেনা। ক্লাসে কেউ কিছু বলবে না। আর বললেই বা কি? আমরা তো বন্ধু, তাই না... হ্যা।

তা ঠিক আছে... আচ্ছা বাদ দাও। তোমার কথা বল। আমার আর কি? বাসায় আসলাম রেস্ট নিলাম, স্টুডেন্ট পড়ালাম আর এখন তোমার সাথে কথা বলছি। তুমি কি করলা? আমার আর কি? কক্যাম্পাস থেকে আসার পর দুপুরের খাবার খেয়ে ঘুম দিলাম। তোমর ফোন পেয়ে ঘুম ভাঙ্গল।

ও‍! তাহলে যাও ফ্রেশ হও, পরে কথা বলব। বায় আচ্ছা ঠিক আছে, বায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।