আমাদের কথা খুঁজে নিন

   

অণু কাব্য

ভাঙ্গাকুলার ছাই... অণু কাব্য - ০১ ভাসির্সটিতে আমি মোটামুটি পপুলার বলা যায়। সবে মাত্র দু'মাস হলো ভর্তি হয়েছি কিন্তু পরিচিতি মনে হয় দু'বছরের। আর এক মাস পরেই আমাদের মিড-টার্ম পরীক্ষা শুরু হবে। মিড-টার্ম এর কিছু দিন আগে আমাদের ব্যাচে দুটি ময়ে ভর্তি হয়। একজন অণূ আর অন্যজন হচ্ছে আনিকা।

আচ্ছা, তুমি যে মিড-টার্ম এর এক মাস আগে ভর্তি হলা, সিলেবাস শেষ করতে পারবা? পারবো না কেন? না পারার কি আছে? পারলে ভাল। তোমার নামটা যেন কি? আমি অণু। তুমি? আমি কাব্য। তোমার কিছু প্রয়োজন পরলে আমাকে জানিয়েও। এই কথার পর, অণুর সাথে দুই দিন দেখা নাই।

কারন সে ক্লাসে আসে নাই। দুই দিন পর সে ক্লাসে আসলে, আমি না আসার কারন জানতে চাইলে- তুমি খবর নিতে পারো নাই? আমি কিভাবে নিব? তোমার মোবাইল নাম্বার আমার কাছে নাই। তা ছাড়া আমি কেন খবর নিব? কেন! খবর নেয়া কি দোষের? তা হবে কেন? এই কথার পর, আবার পরের দিন ক্লাসে নাই সে। ক্লাস শেষে আগের দিনের কথা মনে করে, তার ফ্রেন্ড আনিকার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করি কিন্তু মোবাইল বন্ধ। তাই আর কথা হলো না।

বাসায় এসে দিলাম এক ঘুম। ফোনের রিং এ ঘুম ভেঙ্গে গেল। ফোন ধরে, কথা শুনে বুঝলাম অণু। কে? অণু? হ্যা। তুমি কল করছিলা? হ্যা, কিন্তু তুমি জানলা কিভাবে? আমার মোবাইলে মিস্ কল এলার্ট সার্ভিস চালু করা আছে।

ও! তাই বল। সে দিন তো ঝারি দিলা খবর নেই না। তাই আজ খবর নিতে চাইলাম কিন্তু মোবাইল বন্ধ। সমস্যা নাই তুমি কল দিছ, আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ।

কাল ক্লাসে আসবে তো? হ্যা, আসব। তাহলে, কাল ক্লাসে কথা হবে, এখন রাখি। বায়। আচচ্ছা বায়। আমি আমার জীবনে প্রথম একটা গল্প লিখার সাহস করলাম।

কোন ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।