পুরনো আমিটাই ভাল ছিলাম... মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে যদি চোখ রাঙাতে পারিস, তবে আয় প্রতিবাদে হই তেজোদ্দীপ্ত; যদি বিনাশের ভয় করে দিতে পারিস চুরমার, যদি অন্ধকারের গহীন থেকে খুলে আনতে পারিস আলোর নিশান, তবে হাত রাখিস হাতে। স্বাধীনতা বেচে দিয়েছে আমাদের অন্ধ যারা মায়ের রক্ত ঝরছে ঐ টুপটাপ স্বপ্নভঙ্গে কেঁদে ওঠে পূর্বপুরুষের মুখ; আর কত বধির হবি? আর কত লুটে খাবি সুখ? আর কত প্রাণ ঝরে গেলে- বুঝবি, মরণের ছোবলে কতখানি বিষ! ১.০.২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।