আমাদের কথা খুঁজে নিন

   

এ আর খান এর মত ডাক্তারী জগত হতে সাবধান

লিখতে ইচ্ছে করে না বর্তমানে রাজধানী ঢাকার হোমিও ডাক্তার দের মধ্যে অন্যতম এ আর খান। নামের বদৌলতে এবং বিজ্ঞাপনের ভাব দেকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। গিয়ে দেখি ডাক্তারের বিজিট ৫০০ টাকা অথচ ডাক্তার কোন রোগীর সাথে কথা বলেন না। তার অন্য সদস্য বা তার সহযোগী আছে তাদের সাথে কথা বলতে হয়। যেখানে ৫০০ টাকা বিজিট অথচ ডাক্তারের সাথে কথা বলা যায় না এটা ভাবা যায় না।

ওষধ দেবার ক্ষেত্রে দেখা যায় প্রথম যে রোগী যায় তার জন্য ১২৫০ টাকা । এটা রোগী কেমন তার ওপর নির্ভর করে না। রোগী র অবস্থা কেমন তার উপরে নির্ভর না করে প্রত্যেক কে ১২৫০ টাকার প্রথম ওষধ নিতে হয়। কত দিন খেতে হবে তার কোন উল্লেখ করে না। জানতে চাইলে বলেন যে, যত দিন রোগ ভাল না হয় তত দিন খেতে হবে।

এটা কেমন যে রোগী কতদিনে ভাল হবে তা ডাক্তার আনুমানিক ও বলতে পারে না। প্রত্যেক টা ওষুধের এটা টার্গেট থাকে যে এত বা তত দিনে ভাল হতে পারে কিন্তু এ আর খানের ওষুধের কোন টার্গেট নাই। যত দিন আপনি ওষুধ আনতে যাবেন তত দিন বা তত বার আপনাকে ১২৫০ টাকা করে দিতে হবে। আমি সামনে কয়েকটি রোগীর সাথে পরামর্শ বা আলাপ করে জানতে পারি যে সবাই কেই একই পরিমান টাকা দিতে হয় যে রোগ ও হোক না কেন। আর ও জানতে পারি যে, প্রত্যেক রোগের জন্য একই ধরনের ওষধ দেয়া হয় ।

সামান্য কিছু পরিবর্তন ছাড়া সব ধরনের রোগের একই ওষুধ এটা ভাবা খুবই কঠিন। পরিক্ষা করতে হলে আসেন দেখবেন প্রত্যেক কে খালি পেটে একটা, খাবার পর ও রাতে ঘুমানোর পূর্বে এক বোতল খেতে হয়। কোন রোগ ভেদে এটার কোন প্রার্থক্য নেই। বর্তমান যুগে এটা ভাবা খুবই কঠিন। তাই আপনারা এমন প্রতারনার ফাঁদে পড়বেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।