আমাদের কথা খুঁজে নিন

   

“বাঘ মারে কিন্তু কাম করে না”

##### ঢাকার কেরানীগঞ্জ উপজিলাটি বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহত একটি উপজিলা। এই থানাটি রাজধানী ঢাকাকে দক্ষিন ও পশ্চিম দিক দিয়ে গীরে রেখেছে। এখানকার যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ যে ১০০ গজ যে নাযেতেই রাস্তা ভাঙ্গা আর সংকীর্ণ। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। যত গুলো ব্রীজ আছে তার বেশীর ভাগ লেখা “ঝুঁকিপূর্ন এবং ভারী যান চলাচল নিসিদ্দ”।

কর্তৃপক্ষের কোন সংস্কারের উদ্যোগ এখনো তেমন দেখা মেলেনি। ‍‍‌ ##### কেরানীগঞ্জে চলাচল করে প্রায় ১,০০০ এর বেশী সিএনজি। আর এখানে নেই কোন ফিলিং স্টেশন যার ফলস্রুতিতে সিএনজি চালকদের পরতে হয় গ্যস নেয়ার ভোগানতিতে। স্থানীয় ড্রাভারদের সাথে যোগাযোগ করলে জানা যায় সময়মত ফিলিং স্টেশনে না পৌছাতে পারলে অথাবা অতিরিক্ত চাপ থাকলে গ্যস নিতে পারেনা ফলে তাদের বসে থাকতে হয় বেকার। যদি এলাকার যোগাযোগ ব্যবস্তা ভাল করা যায় তাহলে এই কেরানীগঞ্জে ঢাকার একটি উপ শহরে পরিনত করা যেত আর, ঢাকা হত যানজট মুক্ত।

###### মজার একটি বিষয় হল আটি বাজার থেকে সংসদ ভবনের দূরত্ব মাত্র ৭ কিমি। আটি আসলে বুঝতে পারবেন কেরানীগঞ্জ কেমন Backword আছে। এখনকার সাংসদ কিন্তু আইন প্রতি মন্ত্রি কামরুল ইসলাম, রাজনৈতিক অনুষ্ঠানে শুধু “বাঘ মারে কিন্তু এলাকার কাম করে না”। সাংবাদিক ভাইয়ারা তদন্তকরে দেখেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।