................... এই পোষ্টটা পড়ে বলতে পারেন কার কাছে উত্তর পাবো??????
.
.
.
.
.
.
আমি অতি সাধারন একজন বাংলাদেশী নাগরিক.অতি সাধারন এর জন্য যে আমার ঢাকা শহরে বাড়ী নাই দামী কোন গাড়ী নাই,মন্ত্রী মিনিষ্টার এর সাথে খাতির নাই। আমার চিন্তা ভাবনা গুলো হয়তো বা কারো সাথে মিলবে আবার কারো সাথে মিলবে না দয়া করে কেউ ভুল বুজবেন না।
১.চল্লিশোর্ধ এক লোক যে চাকরি করে জীবিকা নির্বাহ করে যার বেতন ১০০০০ টাকা,পরিবার এর সদস্য সংখ্যা ৭ জন। বর্তমান বাজারে তাকে কিভাবে সংসার পরিচালনা করা উচিত??????(যেখানে একজন ব্যাচেলর চাকুরীজীবির ই চলতে লাগে ১০০০০ টাকা)
২. দেশ অনেক এগিয়ে যাচ্ছে আউটসোর্সিং এ, টিভি তে ওই দিন দেখলাম অর্থমন্ত্রী আমেরিকায় কোন অনুষ্ঠানে বললেন আইটি সেক্টর নাকি গার্মেন্টস থেকে আরও বেশি আয় করতে পারবে,শুনে খুব ভাল লাগল। ক্লায়ন্ট ৮ ঘন্টা কাজের জন্য পে করবে কিন্তু আমার যদি ৪ ঘন্টাই কারেন্ট না থাকে তাহলে আমি কিভাবে ৮ঘন্টার টাকা পাব???
অনেক কষ্ট করে বিড কাজ করে যখন টাকা আনতে দুভোগ পোহাতে হয় তখন কি করা উচিত????
ইন্টারনেট এর স্পিড আর মূল্য কবে কমবে যাতে একটা পেজ আসতে ১ ঘন্টা বসে না থাকতে হয়???????
৩.জীবন আর কর্তব্যের জন্য অনেক জায়গায় চলাচল করতে হয়।
গাড়িতে উঠার পর মনে প্রশ্ন জাগে এই বুঝি শেষ হয়তোবা কালকের পত্রিকার কোন এক কোনায় লিখা থাকবে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত। সবাই একটু পড়ে অন্য খবরে চলে যাবে। কোন পরিবারের একমাত্র উর্পাজনকারী ব্যাক্তি যদি ঐ সময় মারা যায় তাহলে তার পরিবারের কি হবে????????
৪.আমি স্বাধীন দেশের নাগরিক স্বধীনভাবে বেচে থাকার অধিকার আমার আছে। কিন্তু যেই দেশে একজন মেয়রকে(একজন জনপ্রতিনিধি) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাহলে আমার মত অতি সাধারন জনগন নিরাপত্তা টুকু কার কাছে চাইব??????????
৫. প্রতিদিন সকালে প্রতিজনে একটা করে গাড়ী নিয়ে অফিসে যান আমাদের দেশের সাধরন জনগন অথচ আমরা অতি সাধারন জনগন জীবনের ঝুকি নিয়ে ঝুলে গিয়ে অফিস করি ,গাড়ীতে উঠার জায়গা নাই । সকালে অফিসে যাওয়ার জন্য কার কাছে গাড়ী চাইব??????
৬.জীবন নীতি করতেই খবর হয়ে যাচ্ছে তাই রাজনীতি টা করা হয় নাই বলেই কোথায় অন্যায় হচ্ছে দেখেও মাথা নিচু করে চুপ করে চলে আসি ,কারন আমি অতি সাধারন ।
কিন্তু কাল যদি এ অন্যায়টা আমার সাথে হয় তখন আমি কি করব???????
৭. ছাত্রজীবন জীবন গড়ার এক গুরুত্বপূর্ণ সময়। কিন্তু ছাত্ররা যদি ছাত্রতন্ত্র(পড়ালেখা) ছেড়ে রাজতন্ত্র (রাজনীতি) নিয়ে মত্ত থাকে তাহলে জাতি তাদের কাছ থেকি কি আশা করতে পারে। তারা কি আদৌ পারবে সুন্দর কিছু উপহার দিতে?????????
৮.একজন গাড়ীচালককে যদি প্লেন চালনা করতে বলা হয় হয়তো সে উড়তে পারবে কিন্তু তা নামাতে পারবে না। কেননা সে ওইটাতে পারদর্শী না। যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে সে খুব ভাল সিদ্বান্ত নিতে পারবে।
কিন্তু আমাদের দেশে মন্ত্রীদেরকে দিয়ে সব কাজ করানো যায়,যিনি যা না পারেন তিনি তাও পারেন। আমি জানতে চাই মন্ত্রীদেরকে দিয়ে কি দুরদর্শী সিদ্বান্ত গ্রহন সম্ভব???????
একটা টিমের সব দায়ভার তার টিম লিডারের উপর পরে,তেমনি দেশের এই দায়ভার ও প্রধানমন্ত্রীর উপর পরে.....কিন্তু প্রধানমন্ত্রীকে আমি প্রশ্ন করার যোগ্যতা নেই কেননা আমি অতি সাধারন একজন জনগন.....দয়াকরে আপনারা কেউ কি বলতে পারেন কার কাছে পাব এই প্রশ্নের উত্তর????????
বিঃ দ্রঃ
(আরও অনেক পয়েন্ট আছে যা আমার মত অতি সাধারন জনগনের মনে আছে..হয়ত কেউ প্রকাশ করে মুখে কেউ করে ভোটে )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।