আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ এবার বিশ্বব্যাংককে প্রমাণ করতে হবে দুর্নীতি হয়েছে -প্রধানমন্ত্রী ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে পদ্মা সেতু নির্মাণ করা হবে। তিনি জানান, যেকোনো দেশ বা প্রতিষ্ঠান এটি নির্মাণে এগিয়ে আসবে, তা তাদের নিজেদের টাকায় করতে হবে। শুধু রাষ্ট্র এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাবে। আজ শনিবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণে মূল আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

কিন্তু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দেওয়া আপতত বন্ধ রেখেছে। শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা বিশ্বব্যাংককে প্রমাণ করতে হবে। দুর্নীতির অভিযোগ ওঠায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়েছি। দুর্নীতি হয়েছে—এটা প্রমাণ করার সুযোগ করে দিয়েছি বিশ্বব্যাংককে। এবার প্রমাণ করতে হবে কোথায় দুর্নীতি হয়েছে।

’ প্রধানমন্ত্রী আরও বলেন, বিশেষ কেউ মন্ত্রী হলে মন্ত্রিসভা শক্তিশালী হবে; আর বিশেষ কেউ মন্ত্রী না-হলে হবে না—এ রকম কথা কেউ লিখলে তাঁকে কিছু বলার নেই। তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভা ’৯৬-এর মন্ত্রিসভার চেয়েও দক্ষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।