আমাদের কথা খুঁজে নিন

   

সেফ হইলাম এবং গদাম খাইলাম

অনেক দিন ধরে ব্লগ পড়লে ও লিখতে শুরু করলাম মাত্র কিছুদিন আগে। মডুভাইদের সাথে ব্যাক্তিগত সম্পর্ক না থাকা অথবা অন্য কোন কারণে এক সপ্তাহ এর জায়গায় একটু (!) বেশি সময় লাগল সেফ হইতে। যা হোক ব্লগের মাঠ যে বড়ই নির্মম জায়গা তা বুঝলাম সেফ হবার পর প্রথম কোন পোস্টে কমেন্ট করে। জানিনা আমার কমেন্ট কি আসলেই সুশিল টাইপ হয়ে গেসে কিনা, হইলে কিভাবে সুশিল পদ থেকে অব্যাহতি পাওয়া যায় জানতে চাই ভাইগন। রুমানা ম্যাডাম সম্পর্কিত পোস্টে আমার কমেন্ট: মামুন মুনতাসীর০০০ বলেছেন: এসব ছবি দেখে মোটামুটি একটা ধারণা হয় যে ম্যাডামের একটা পরকিয়া টাইপের রিলেশন ছিল, কিন্তু ভাই, শুধু এগুলু কেন আর যদি হাজার খানেক এই ধরনের ফটু ও দেন তবু তার উপর যে আক্রমন করা হয়েছে তা জাস্টিফাই হয় না।

আমার খাওয়া বাশ: "মামুন মুনতাসীর০০০ বলেছেন: এসব ছবি দেখে মোটামুটি একটা ধারণা হয় যে ম্যাডামের একটা পরকিয়া টাইপের রিলেশন ছিল, কিন্তু ভাই, শুধু এগুলু কেন আর যদি হাজার খানেক এই ধরনের ফটু ও দেন তবু তার উপর যে আক্রমন করা হয়েছে তা জাস্টিফাই হয় না। " আপানাদের মানষিকতার এ কি করুণ অবস্হা? হাজার খানেক নয় আপানর মা -বোনের বা স্ত্রীর এ রকম একখান ছবি দেখেলো আপনার অবস্হা কি হবে? সাঈদের যায়গা্য় আমি হলে ঐ শয়তান টাকে চিড়ে ফেলতাম। আর একটা বাশ: মামুন মুনতাসীর০০০ বলেছেন: এসব ছবি দেখে মোটামুটি একটা ধারণা হয় যে ম্যাডামের একটা পরকিয়া টাইপের রিলেশন ছিল, কিন্তু ভাই, শুধু এগুলু কেন আর যদি হাজার খানেক এই ধরনের ফটু ও দেন তবু তার উপর যে আক্রমন করা হয়েছে তা জাস্টিফাই হয় না। >>> এইগুলারে কানের তলে থাবড়া দেওয়ার কাম এখন। মেজাজটা খুবই খরাপ হইল।

বাচ্চা, জামাই ফেলায় বিদেশ গিয়া মধু খাইব আবার আইছে জাস্টিফাই মারাইতে। আমি নিজেও কনফিউজড, আসলেই কি চুশিল হয়ে গেলাম! হায় হায় কই লুকাই বিশ্বাস করেন ভাইগন আমি চুশিল হইতে চাই না, না না না না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।