আমাদের কথা খুঁজে নিন

   

হে প্রভূ আস তোমি মোর হৃদয়ে

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। হে প্রভূ,আস তোমি মোর হৃদয়ে।

তোমার জন্য মোর হৃদয়ের দ্বার খুলা আছে অবিরতে। আজ অনেক দিন হয় তোমি আস না মোর রুহের ঘরে। তোমি বীনা মোর বুক শুন্য, প্রাণ বেষ্টিত আছে শত দুঃখ। কখনো,কখনো ইচ্ছা করে সেই দুঃখের ভারে বুক থেকে এই প্রাণ উৎকন্ঠা করি। কিন্তু,কেন জানি,তা করতে পারি না।

বুঝি,এ আমার ভয়,পাপ। তাই,ওপথ আমি বেছে নেইনি, আর কখনোই নেব না। বিশ্বাস,তোমি আসবে এই প্রাণ মুক্তি করিতে। কত আসতে তোমি। দিবা,নিশী আসতে তোমি।

ক্ষণে,ক্ষণে আসতে তোমি। তোমার সেই আগমণে আমার নিন্দ চলে যেত। তখন,সারাক্ষণ তোমি আমার সাথে কথা বলতে। স্বয়নে,স্বপনে,জাগরনে তোমি আমার সাথে কথা বলতে। তোমার সেই কথা মাঝে,মাঝে আমি লিখে রাখতাম।

আজ অনেক দিন হয় তোমি আস না মোর রুহের ঘরে। তোমার বিরহে,মোর দুটি আঁখিপাতে বহে সদা অশ্রু। আজ অনেক দিন হয় আমি দেখি না জ্যোতী, বিন্দু,বিন্দু আলো। বুঝি,এখন আমি বুঝি, ঐ জ্যোতি,বিন্দু বিন্দু আলো ছিল মোর হৃদয়ে উদিত তোমার বাণী। কত দুঃখে কাঁদিতাম সংগোপনে।

কত পাগল বেসে ঘুড়িয়া বেড়াইতাম মরুর বুকে। তখন,শুনাতে মোরে তোমি মুক্তির বাণী। বুঝি,এখন আমি বুঝি, ঐ জ্যোতি,বিন্দু বিন্দু আলো ছিল মোর হৃদয়ে উদিত তোমার বাণী। আজ অনেক দিন হয় তোমি আস না মোর রুহের ঘরে। কত ডাকি তোমারে আমি।

কত কাঁদে প্রাণ মোর তোমার লাগিয়া। কত হাঁ-হাঁকার করে মোর হিয়া তোমারে দেখিবার লাগী। তবু,আস না তোমি মোর রুহের ঘরে। দেখি না আমি ঐ জ্যোতি, বিন্দু বিন্দু আলো। উদিত হয় না মোর হদয়ে মুক্তির বাণী।

হে প্রভূ,কোথায়?তোমি,কোথায়? খুঁজিব তোমারে আমি। হে প্রাণের শ্বামী,হে মুক্তি দাতা, মুক্তি কর মোর প্রাণ। তোমার অগোচরে,তোমার বিরহে মোর প্রাণ দহে দারুন ভাবে,ভব নরকে। হে প্রভূ,ভুল যদি করে থাকি ক্ষমা করো মোরে,তোমার রহমান নাম কর সাচ। নতুবা,মোর ভূলের মাসুলে লয়তে তোমার রহমান নাম কোরআন থেকে কর কাট।

হে প্রভূ,আস তোমি এই ক্ষুদ্র,জীর্ণ হৃদয়ে। আমি যে,বসে আছি ফূল আর জল নিয়ে তোমাকে পূজা দিতে। হে প্রভূ, আস তোমি সমস্ত কিছু ভেদ করে। সাইক্লোন,টর্নেডো,ঘুর্নিঝড় তুল মোর হৃদয়ে। যেন,ভাঙিতে পারি আমি সব।

যেন,হিন্দু,মুসলিম,খৃষ্টান ধর্মভেদ ভেঙ্গে করিতে পারি সব এক। যেন,গাহি মোরা গান, কাঁধে কাঁধ,বুকে বুক, হাতে হাত,প্রাণে প্রাণ, হৃদয়ে হৃদয় করে। একই মোদের স্রষ্টা, তাঁর সৃষ্টি সব এক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।