আমাদের কথা খুঁজে নিন

   

আজব যুগল

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি এরকম জুটি বোধহয় খুব কমই দেখা যায়। একবার চিন্তা করে দেখুন তো, আপনার সামনে ৬ ফুট ৭ ইঞ্চির একজন পুরুষের সঙ্গে যুগল হিসেবে ফটোসেশনের ভঙ্গিতে পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন ২ ফুট ৩ ইঞ্চির একজন মহিলা। না দেখে অনায়াসেই বলে দেয়া যায় একদমই বেমানান জুটি। তবে শুধু শারীরিক পার্থক্যের জন্য তারা দু’জন সংবাদ মাধ্যমে শিরোনাম হননি। হয়েছেন লম্বাটে ড্যান জোনস ব্রিটেনের বিখ্যাত ট্যাবলয়েড সানের সাংবাদিক এবং ব্রিজেট জর্ডান বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মহিলা হওয়ার কারণে।

একদমই সাদামাটা জীবন যাপন করা ব্রিজেট কিছুদিন আগেও জানতেন না যে, ক্ষুদ্রাকৃতির মহিলা হওয়ার কারণে তিনি পুরো পৃথিবীজুড়ে আলোচিত একজন হয়ে উঠবেন। এখন নাম উঠেছে গ্রিনেজ বুকে। নানা জায়গা থেকে ফোন, অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। সেটি উদযাপন করতেই আমেরিকা থেকে উড়ে এসেছিলেন লন্ডনে। তিনি আবার ট্যাবলয়েড সানের নাকি নিয়মিত পাঠকও।

সেই সূত্রে ড্যান জোনসের সঙ্গে দেখা হয়ে গেছে ব্রিজেটের। একসঙ্গে যতটা সময় ছিলেন খুব মজা করেই কাটিয়েছেন তারা। ঘুরেছেন, একসঙ্গে পানশালায়ও গেছেন। মজার সেই ক্ষণকে স্মরণীয় করে রাখতে ক্যামেরাবন্দিও হয়েছেন দু’জন। পানশালায় তোলা একটি ছবিতে তাদের একসঙ্গে দেখা গেছে।

তবে সেখানে ব্রিজেটের পাশে রাখা গ্লাসটিকে তার চেয়ে খুব বেশি ছোট দেখাচ্ছিল না। এক বছর বয়সী একটি শিশুর মতো দেখতে ২২ বছর বয়সী এই আমেরিকান একাধারে দু’ দুটো রেকর্ডের মালিক। ২০ বছর বয়সী তার ভাই ব্রাডের উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি। সেই সূত্রে সবচেয়ে ক্ষুদ্রাকৃতি ভাই-বোনের রেকর্ডও তাদের দখলেই। সানে প্রকাশিত খবরে বলা হয়েছে, ব্রিজেট ও ব্রাড ছাড়া তাদের পরিবারের প্রায় সব সদস্যই উচ্চতার দিক দিয়ে স্বাভাবিক।

তাদের মা ক্রিস্টির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বাবা স্কটের ৫ ফুট ১০ ইঞ্চি এবং বোন ব্রান্ডির উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। সানের কাছে দেয়া সাক্ষাৎকারে ব্রিজেট বলেন, আমাকে কেউ ছোট ভাবুক, তা আমি চাই না। ছোট মানুষের পোশাকও পরতে আমার ভালো লাগে না। কারণ আমি খুবই ফ্যাশন সচেতন। কিন্তু আমার সাইজের ফ্যাশনেবল পোশাক খুঁজে পাওয়া যায় না।

ছোটরা যা পরে, আমাকেও তাই পরতে হয়। তাই আমি বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করার চিন্তা করছি। যেখানে শুধু আমার মতো ক্ষুদ্রাকৃতির যারা, তাদের পোশাক বানানো হবে। সূত্রঃ দৈনিক যুগান্তর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।