এলোমেলো ভাবনাগুলো বাধ মানে না। আমার পিসি তে উইন্ডোজ ভিস্তা চালাই। তো ভালই চলছিলো এতদিন। গতকাল আমি আমার পিসিতে ব্লুটুত ডিভাইস লাগাই। তারপর নকিয়া ফোনের সাথে pair করি।
তারপর ovi suite দিয়ে কানেক্ট করি। তার পর থেকেই আমার উইন্ডোজ ওপেন হচ্ছে না। স্ক্রিনে দেখায় যে আপনার উইন্ডোজ জেনুইন না। অবশ্য আমি ক্রাক করা সিডি দিয়ে সেটাপ দিয়েছিলাম। এখন সিরিয়াল কি দেতে বলছে।
কি করব বুজতে পারছি না।
কারো কাছে ভিস্তার সিরিয়াল কি থাকলে একটু দিয়েন ভাই। তাইলে মনে অয় কাজ অইব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।