আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নময়-(এক পাগলের প্রলাপ)

আমি নিশাচর স্বপ্নে খুজি অনেক কিছু, অনেক কিছু দেখি আবার এমন অনেক কিছু দেখতে চাই কিন্তু তা দেখতে পাই না,স্বপ্ন আমাকে দেখায় আর আমি স্বপ্নকে দেখি হয়ত সব কিছু পুরোটা দেখি না কিন্তু তবুও স্বপ্নের সাথে আমার দোস্তী, একভাবে বলা যায় আমি স্বপ্নের জন্য বাচি...স্বপ্নের ভিতর বাচি । ভয়ানক স্বপ্ন দেখে হয়ত ভয় পাই ঠিক কিন্তু না দেখে আরও বেশি ভয় পাই ।আমার বিশালকায় স্বপ্নের জগতে আমিই সব সেখানে আর কেউ নেই এবং কেউ থাকবেও না কখনও ।খুশির স্বপ্নের মাঝখানে যদি হঠাৎ যদি ভাঙে তাহলে মনে হয় স্বপ্নটাকেই কাঁচা খাই কিন্তু তারপরেও প্রতি রাতে নিজের ব্রেইন নিজেই ওয়াশ করি এই বলে যে আজ স্বপ্ন না দেখলে কিন্তু খবর আছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।