আমাদের কথা খুঁজে নিন

   

:'( আপনার ভালবাসার যত “না” অনেক সময় হয়ে যায় যন্ত্রণা। :'(

জীবনে যা দেখেছি, যা শিখেছি যা শিখছি তাই সবার সাথে শেয়ার করার অপপ্রচেষ্টা……সাথে বানানো কিছু গল্প। আপনি কি কাউকে ভালবাসেন অথবা যদি ভালবেসে থাকেন। তাহলে কষ্ট করে আমাকে আপনার উত্তর গুলো জানান। 1. আপনি কি আপনার ভালবাসার মানুষ কে কষ্ট দিতে পারবেন? 2. আপনি কি চাইবেন আপনার ভাল বাসার মানুষ্ টির অন্য কোথাও বিয়ে হয়ে যাক ? 3. আপনি কি আপনার সামনে কেউ তার হাত ধরলে মেনে নিবেন? 4. আপনি কি ভালবাসার মানুষ কে শেয়ার করবেন? 5. আপনি কি চাইবেন সে আপনার চেয়ে কাউকে বেশি সময় দিক? 6. আপনি চাইবেন সে আপনাকে ছাড়া কোথাও বেশি সময় দিক? 7. আপনি কি কখনই তার উপর কখনই রাগ করবেন না? 8. আপনি কি তার সব কথাই মেনে নিবেন? 9. ঝগড়া হলে কি তার আগে যোগাযোগের জন্য অপেক্ষা করবেন? 10. আপনি কি তাকে যখন তখন খোটা দিবেন? 11. আপনি কি তার হাতের স্পর্শ কে মিস করতে চাইবেন? 12. আপনি কি তাকে কাছে পেতে চাইবেন না? 13. আপনি কি তাকে বিয়ে করার ব্যাপারে কনফিউশড? 14. আপনাকে সে কষ্ট দিলে আপনি ও কি কষ্ট দিবেন? 15. আপনি কি চাইবেন সে তার বাড়িতে খারাপ থাক? 16. আপনি কি চাইবেন সে বাড়িতে গালি/মার খাক? 17. আপনি কি চাইবেন সে কষ্টে থাক? 18. আপনাদের দুই পরিবারের ঝগড়াতে কি আপনি কারো পক্ষ নিবেন? 19. সে চলে যেতে চাইলে আপনি কি যেতে দিবেন? 20. আপনেকে সে আর একটা সম্পর্ক করে দিতে চাইলে আপনি কি রাজি হবেন? 21. আপনি কি চাইবেন আপনার ভালবাসার মানুষ আপনার সাথে যোগাযোগ না করুক? 22. আপনি কি এক মূহুর্ত ও তাকে মিস করতে চাইবেন? 23. আপনি কি তার সাথে সব সময় কন্টাকে থাকতে চাইবেন না? যদি চান তাহলে ব্লগ পড়ছেন কেন? তাড়াতাড়ি উত্তর লিখে তার কাছে চলে যান। আমি জানি আপনার ৯০% এর উপরে উত্তর না। আপনি A+ পেয়েছেন।যান চুটিয়ে প্রেম করেন। বিয়ে করতে সাহায্য লাগলে জানাবেন অবশ্যই। আমরা আছি আপনার পাশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।