এক বড় ভাইয়ার সাথে সেদিন কথা হচ্ছিলো ... কোথায় জানি নিউজ প্রেজেন্টেশন এর কোর্স শেষ করেছে ৬ মাস আগে... ওদের ভাষ্যমতে এত দিনেতো তাকে টিভিতে দেখার কথা । অডিশন দিয়েছে সব কয়টা চ্যানেলে, যোগ্যতারও অভাব নাই ।তাও হচ্ছেনা। কোর্স চলাকালীন সময় ফার্স্ট বয় ছিল সে। কিন্তু কোর্সের ফার্স্ট বয়ের কল এখন ঐ ইন্সটিটিউট এর কেউ ধরেই না... ওয়াও...এই চলতেসে দেশে...ডিজিটাল বাংলাদেশ আনালগ আমলের সিস্টেমে চলতেসে...জব-সাইট,পেপার গুলোতে জবের ছড়াছড়ি...আর লবিং নাই দেখে বেকারদের রাস্তায় ঘুরাঘুরি... এখন এম.বি.এর সার্টিফিকেট বাদ দিয়ে ঐ চ্যানেল গুলার কোনও ডিরেক্টর , প্রোডিউসার মামা, চাঁচা হলে ঐ ভাইয়া কে শুধু নিউজ এ কেন,আমার তো মনে হয় সে ঐ চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতো...২৪ ঘণ্টা on air এ থাকতো... ২-৩ বছর আগের কথা,আমি তখন স্কটল্যান্ড থেকে ছুটি কাঁটিয়ে লন্ডনে ঢুকবো...ইমিগ্রেশনে আমার আগে ছিল আরেক বাঙ্গালি,প্লেনেই পরিচয়...অফিসার তাকে জিজ্ঞেস করলেন “শো মি ইয়র পাসপোর্ট,প্লীজ...” ...তখনি ঘটলো এক কাণ্ড... ঐ লোক তার পাসপোর্ট হাতে নিয়ে মাটিতে শুয়ে পড়লো... পরবর্তীতে ঐ লোকের সাথে আমার আবার কথা হয়েছিল... বয়স তার আনুমানিক ৩৫-৪০ হবে...অবাক হয়েছিলাম যখন শুনেছি তিনি ইউ.কে এসেছেন স্টুডেন্ট ভিসায়...কিন্তু পরে আরো একটা কথা শুনলাম আর সেটা আজ পর্যন্ত ভুলিনাই...তিনি আমাদের দেশের কোনও এক এমপির ভাইগ্না...দেশ থেকে স্টুডেন্ট ভিসায় এসেছেন ঠিকই,কিন্তু খুব জলদি তার ওয়ার্ক পারমিট হয়ে যাবে...তার এমপি মামা করে দিবেন... এটাকেই লবিং বলে...তাইনা ??আগে ভাবতাম,দেশের সার্জেন্ট গুলা,ঠোলা গুলা বাইক,গাড়ি আটকায়ে টাকা খায় কেন,সব গুলাই এক রকম কেন,পরে ভাবলাম,১টা সার্জেন্ট তার চাকরী পায় হয়তো ১০ লাখ টাকা ঘুষ দিয়ে, তাই চাকরী পাওয়ার পর আগে সে যেই টাকা ইনভেস্ট করেছে,সেটা উঠাবে...পাবলিকের টাকা নিয়ে... কিন্তু এটা থামবে কিভাবে ?? টাকা বা লবিং...মিনিমাম একটাতো লাগবেই জবের জন্য ...তাহলে এত কষ্ট করে পি.এসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স করে লাভ কি ? আর ডিরেক্টরের ভাইগ্না কেই যদি জব দিতে হয়, তাহলে শুয়োরের বাচ্চা গুলা জবের সার্কুলার ছাড়ে ক্যান?মানুষ দেখানোর জন্য ??সিভি গুলা পেপার ওয়ালার কাছে বেচবে বলে ??শয়তান গুলা খুলেও কি দেখে সিভি গুলা ??অমুকের ভাইয়ের বেয়াইয়ের দূরসম্পর্কের চাচার ছেলে ঐখানে চাকরী করে... ব্যাস ... সিভি জায়গা মতো যাবে , নয়তো যাবেনা ... তাহলে ভাই মানুষের সার্টিফিকেট গুলার কি কোনও দাম নাই ?? আর যাদের ঐরকম মামা-চাচা নাই ??তাদের জন্যও এই পিচাশ গুলো ফাঁদ পেতে রাখে হর-হামেশাই...এখনকার সময় টাকা আর লবিং না থাকলেও আরও একটি উপায়ে হয়তো মানুষ জব পেতে পারে...ইন্টারভিউয়ের সময়ে বস জিজ্ঞেস করবে, “লবিং আছে ? না ?টাকা ঢালতে পারবেন?না ?হুম্ম্ম্...তাহলে শেষ একটা রাস্তাই আছে...আমার সাথে অমুক হোটেলে দেখা করেন... জব নিশ্চিত..." ভাবতেও লজ্জা লাগে,এই ঘটনা গুলি রোজ হয়তো সবাই শুনি আমরা , কিন্তু নিজের উপর দিয়ে যায়না দেখে হয়তো সেভাবে বলেওনা অনেকে ??প্রতিবাদ করেনা ?? বাইরের দেশগুলোতেও সার্টিফিকেটের দাম হয়তো সেরকম না...তবে সেটা অন্য ক্ষেত্রে ...তারা এক্সপেরিয়েন্স দাখে ... কিন্তু এখানে ?? এক্সপেরিয়েন্সের থেকেও বড় হল লবিং...ভালোই তো.. সোনার বাংলাদেশের সোনালী মানুষ হতে হলে আগে মামা-চাচা থাকা লাগবে...নয়তো টাকা...জন্মের পর থেকে শুনছি ,লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে...ভাই,কোন মোখলেস লিখেছিলো এটা ? বা হতে পারে কোনও বড়লোক বাপের ছেলে লিখেছিলো... যুদ্ধাপরাধীদের নিয়ে তর্ক-বিতর্কের শেষ নাই...সড়ক দুর্ঘটনার সুরাহা নাই...নিরাপত্তা নাই মানুষের জীবনের ... এত কিছু নিয়ে এত ব্লগ,এত লেখা-লেখি...কেউ কি এটা উপলব্ধি করতে পারছেন না যে ,আমাদের সিস্টেম টা রুট লেভেল থেকে খারাপ হয়ে গেছে ?করাপ্টেড হয়ে গেছে পুরোপুরি ? আর সেটা না বদলালে আদৌ কী কখনও চেঞ্জ হবে এ দেশ ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।