আমাদের কথা খুঁজে নিন

   

ধন ধান্যে পুষ্পে ভরা এখন

নিরীহ প্রজাতির প্রাণী ধন ধান্যে পুষ্পে ভরা ,আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশ এক চরম ভাবে ধরা ও সে ঘুষের টাকায় তৈরি সে দেশ , চোরের দলে ঘেরা। এমন দেশটি কোথাও খুজে পাবে নাক তুমি ইন্ডিয়া নামের দেশের চিপায় খাচ্ছে গড়া গড়ি...। মন্ত্রী পুলিশ সরকারী আমলা, টাকায় ভরতি তাদের গামলা। দেশে করে বাড়ি গাড়ি, বিদেশে যায় চলে। সাধারণ জনগণ খেতে না পেয়ে রাস্তা ঘাটে মরে। এমন দেশটি কোথাও খুজে পাবে নাক তুমি ইন্ডিয়া নামের দেশের চিপায় খাচ্ছে গড়া গড়ি...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।