আমাদের কথা খুঁজে নিন

   

আর কত কাল অবহেলিত থাকবে মেধাবীরা?

৩০ তম বিসিএস এর ফল প্রকাশ হয়েছে গত মাসে। সেখানে মোট প্রায় ৫৮০০ জন পাশ করেছে। এর মধ্য থেকে প্রায় ২৭০০ জন কে পি এস সি ক্যাডারের জন্য সুপারিশ করেছে। বাকিদের কে নন ক্যাডার পদ দেওয়া হতে পারে মর্মে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যে আবার মেধা তালিকাও প্রকাশ করা হয় নি।এ থেকে বোঝা যায় সরকার তার পছন্দ মতো প্রার্থিকে নন ক্যাডার পদ দেবে। এখন কথা হচ্ছে অসংখ্য( ৩০ তম এ ৮০০ যা কোটা থেকে পূরণ হয় নি) ক্যাডার পদ ফাঁকা থাকতে সরকার কেন বাকি প্রায় ৩১০০ জন মেধাবিকে ফেলে ৩১ তম ও সবচেয়ে অনার্কাখিত কাজ স্পেশাল বি সি এসের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিকে নেবার সার্কুলার জারি করেছে? একটা ছাত্রের বিসিএস পরিক্ষা পাস করে আসতে প্রায় ২ বছরেরও বেশি সময় অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই ২ বছর অক্লান্ত পরিশ্রমের পর যখন একটা মেধাবী ছাত্র বিসিএস পাশ করেও চাকরি পায় না অথচ তার থেকে অযোগ্য, হোক সে মুক্তিযোদ্ধা ছেলে বা নাতি তখন তার কেমন লাগে? তাহলে কি তারা মুক্তি যুদ্ধের বিরোধী। তাদের কি অপরাধ? সরকার ও জাতির বিবেকের কাছে প্রশ্ন যাদের পিতা মাতার মুক্তি যোদ্ধার সার্টিফিকেট নাই তারা কি মুক্তি যুদ্ধের বিরোধী???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।