অরুণালোক কবিতা তুমি দূরে যাবে যাও জেনে রেখো আমি আছি
অনন্ত কালের প্রেমমালা নিয়ে তোমারই কাছাকাছি।
তোমার মনের অতল গভীরে
আমারেই পাবে সবখানি জুড়ে
দেখবে সেখানে কবি বসে একা হাসছে গো রাঙা হাসি।
আর বলছে তোমারে, ‘স্বপ্নের মেয়ে তোমারেই ভালবাসি’। ।
সর্বগ্রাসী প্রেম বুকে নিয়ে পৃথিবীর পথে পথে
তোমারেই কবি খুঁজে ফিরেছিলো মরু-নদী-পর্বতে,
বাণী সুধা-সুরে কথা গানে গানে-
রাত জাগা পাখি বিরহীর প্রাণে
রচনা করেছে তোমাকেই, হয়ে যাযাবর-পরবাসী।
এ কোন জ্বালা তোমার প্রেমে! কবি’র গলার ফাঁসী।
গৃহহীন কবি তোমার বুকে বাঁধতে গিয়ে ঘর-
কখন জানে না নিজের কাছেই হয়ে গেছে বে-খবর।
বহু পথ চলে ক্লান্ত কায়া
তোমার কাছে চেয়েছিলো ছায়া,
সর্বকালের প্রেমিক কবি, পথভোলা-উদাসী।
কবিতা ছাড়া বাঁচে না কবি, জানো না সর্বনাশী!!
সত্যিকারের ভালবাসা যদি থাকে পৃথিবীর মাঝে
মনে রেখো তা কবি’র মনেই; পবিত্রতার সাজে-
অপাপ নিষ্কলঙ্ক হয়ে
তোমার দিকেই গিয়েছিলো ধেয়ে,
ভীতা তুমি; তাই সইতে পারো নি, সে দোষে কে দোষী?
....তোমার প্রেম বুকে নিয়ে কবি ফের হবে সন্নাসী। ।
২০-০৬-২০১০, জগন্নাথপুর-নদ্দা, ঢাকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।