আমাদের কথা খুঁজে নিন

   

হে সমাজ – রিফাত হোসেন

বল কেন আজ রাস্তার পাশের ঐ শিশুটির একটু হাসি দূরে অজানায় ছুটে চলা ঐ স্রোতস্বিনী নদী কেন আজ অন্নের খোজে রাস্তায় নেমে করে কান্না ঐ বৃদ্ধ বাবা মা বল হে সমাজ, বল হে গজিয়ে ওঠা ঐ অট্টালিকার মানব তোমাদের সুন্দর ঐ রূপে কেন পড়েছে এত ধুলো কার উপর ভর করে করছ আজ চিনেও না চেনার অভিনয় হে সমাজ....................... স্বাধীন এই মানচিত্রে কেন আজ অজস্র নারীরা পাক হানাদের হাতে বন্দী কেন পারেনি মাথা উচু করে দাড়াতে ঐ অন্ধকার মহল ছেড়ে স্বার্থের লোভে ভিবেক বিসর্জন করে কালো অন্দকারে চোখ বুঝে গড়ে তোলে দুর্নীতির কারাগার কেন আজ আমার পিছের ছায়ারা করে হাহাকার, করে ক্রন্দন মাদকের মাঝে খূজে যায় স্বর্গের মত দেখতে ঐ নরক বল হে সমাজ, বল হে গজিয়ে ওঠা ঐ অট্টালিকার মানব তোমাদের সুন্দর ঐ রূপে কেন পড়েছে এত ধুলো কার উপর ভর করে করছ আজ চিনেও না চেনার অভিনয় হে সমাজ......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।