আমাদের কথা খুঁজে নিন

   

দিন দিন উতপ্ত হয়ে উঠছে রাজশাহী !!!!!

(আমার কাছে ক্যামেরা নাই থাকলে ছবি দিতাম । ছবি সংগৃহীত) আবাক হবার কিছুই নাই । সাম্রতি সময়ে সান্তির সহর রাজশাহীতে ঘটে চলছে একের পর এক খুন । এইতো কিছু দিন আগেই একটা ঘটলো খুব সামান্য কারনে । আজকের চলতি ঘটনা, অলকার মোডের লাঠিয়াল মন্ডপ এলাকায় প্রায় ১২.৩০ থেকে এখোনো চলছে দুই গ্রুপের মারামারি । এদের বিরোধের কারন এখোনো জানিনা ,জানলে জানাব । তবে ২ মিনিট মারামারি দেখলাম ২০-৩০ জন লোক সবার হাতে লাঠি কোদাল হাইসা এগুলা দিয়া একে অপরকে আঘাত করতে দেখেই আমি চলে আসছি । আমার মারামারি বা ফ্যাসাদ দখেতে ভাল লাগে না ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।