যার মুখ প্রতিদিন ফুটে ওঠে আয়নায় অন্তত তাঁকে খুশি রাখা উচিত মানুষের । অথচ যখনই মুখোমুখি হই নিজের মুখ দিয়ে বেরিয়ে আসে ছিঃ । এত দোষ আমার, এত ভুলচুক এত শত দুর্বলতা । ছিঃ এত লোভ আমার, এত পাপতাপ ঈর্ষা আর রক্তমাংস । ছিঃ নিজেকে খুশি করার বদলে রোজ থুতু ছিটিয়ে আসি । যার মুখ প্রতিদিন ফুটে ওঠে আয়নায় অন্তত তাঁকে খুশি রাখা উচিত মানুষের । পারি কই ? ভন্ড তো নই । তাই উচ্চারণ করি ছিঃ ১৪ অগ্রহায়ণ ১৪১৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।