জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। হে প্রিয়তমা আমার! তুমি আমার নয়নে এসো; বিরাজ করো অন্তরে আমার। ময়ূর মুকুট, মকরকুন্ডলে শোভিত ললাট, বিলোপিত তরুন তিলক ভালে; মোহন মূরতি শ্যামল শোাভাময় আয়ত নয়ন হে সুন্দর! অধরের মুরলীতে ঝরে সুধারস, কণ্ঠে বৈজয়ন্তী মালা, চরণের নূপুরের ধ্বনিতে মধুর ঝঙ্কার; হে কবির কবিতা আমার! আমায় আনন্দরস বিতরণ করো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।