বেপোয়া মানুষ প্রতিযোগীতা, প্রতিদ্বন্দ্বিতা মানেই হার-জিত কেউ জিতবে, কেউ হারবে এটাইতো স্বাভাবিক। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী আজমত উল্লা বলেছেন, ‘জনগণ যে রায় দিয়েছে তা আমি মাথা পেতে নিয়েছি, নির্বাচন সুষ্ঠু হয়েছে তাতে কোন সন্দেহ নেই। ’ ১৮ বছর ধরে গাজীপুরের টঙ্গী পৌরসভার মেয়র ছিলেন তিনি। জীবনে হারেননি কোনো নির্বাচনে। সেই আজমত উল্লা খান গত শনিবার নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে পরাজিত হয়েছেন।
নির্বাচনের দিন নিজের বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। পরাজয়ের বিষয়ে বারবার তিনি বলছিলেন, ‘আমি কাউকে দায়ী করতে চাই না। দলের সবাই আমার জন্য সমানভাবে কাজ করেছে। ’ নির্বাচনে দলের ভেতর কেউ বিরোধিতা করেছে কি না এই প্রশ্নের জবাবে আজমত উল্লা বলেন, ‘যদি কেউ পক্ষে কাজ করার কথা বলেও ভেতরে ভেতরে বিরোধিতা করে, তবে বিবেকের দংশনে তিনি বা তারা দংশিত হবেন। দল আমাকে অনেক কিছু দিয়েছে।
আমি সামাজিক এবং রাজনৈতিক কর্মী। তাই দলীয় কাজ শুরু করে দিয়েছি। ’ নতুন নির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়ে আজমত উল্লা বলেন, নতুন মেয়র যদি কোনো বিষয়ে তার সহযোগিতা চান, তবে তা দিতে দ্বিধা করবেন না। আমার যে কষ্ট তা আমি এক মুহূর্তে ঝেড়ে ফেলেছি। এই কথাটা কয়জনে বলতে পারেন।
বীরেরা কক্ষনো হারেনা। আজ এই অবস্থানটা যদি বিএনপি সমর্থিত প্রার্থীর বেলায় হতো তাহলে তারা ফলাফল তো মানতোইনা বরং দেশের কি অবস্থা করতো তা কিন্তু আগেই ঘোষণা দিয়ে ছিলেন। দেশে নাগরিক অধিকার নিশ্চিত হয়েছে অতএব আর অনির্বাচিত শক্তির কাছে ক্ষমতা নয় প্রগতির সাথে তাল মিলিয়ে আসুন দেশকে এগিয়ে নিয়ে যাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।