আমাদের কথা খুঁজে নিন

   

গত কালের সামুতে পোস্ট করা সাঈদের মৃত্যু বা আত্মহত্যার বিষয়ক পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে ফেলার কারণ !!

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি গত কাল ৭ ডিসেম্বর সামুতে আমার "অভিযোগ গুরুতরঃ রুমানা মঞ্জুরের স্বামী সাইদের মৃত্যু হত্যা নাকি আত্ম হত্যা? চোঁখে দেখতে পান রুমানা !" লিংকঃ Click This Link শিরোনামের পোস্টটি সরিয়ে ফেলা হয়। গতকালই আমার ই-মেইলে পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে ফেলার একটা ব্যাখ্যা দিয়েছেন সামু কর্তৃপক্ষ। পাঠকদের জ্ঞাতার্থে বিজ্ঞ সামু কর্তৃপক্ষের সেই ব্যাখ্যাটি নিম্বে প্রকাশ করা হলো। "2011/12/7 somewherein blog team dear blogger, we are very sorry that we had to remove one of your post (অভিযোগ গুরুতরঃ রুমানা মঞ্জুরের স্বামী সাইদের মৃত্যু হত্যা নাকি আত্ম হত্যা? চোঁখে দেখতে পান রুমানা !) from the front page. please note: this action just to keep a diversity of topics in the front page according to rule: 2c. if we see too many post about the same topic we may remove some or all of them in order to maintain diversity on the front page. ২গ. প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি thank you in advance you for your understanding. regards, somewherein blog team." আমি পূজনীয় সামু কর্তৃপক্ষের কাছ থেকে পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে ফেলার জন্য অন্তত একটা ব্যাখ্যা দিয়েছেন এবং পোস্টটি সম্পূর্ন রিমুভ না করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।