প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। বিয়ের সময়েই সম্ভবত স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা সবচেয়ে গভীর থাকে, কিন' চেক প্রজাতন্ত্রে ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ উল্টো। এ জন্য হয়তো অতিরিক্ত মদ্যপানকেই দায়ী করা চলে। পুলিশ গত মঙ্গলবার জানিয়েছে, বিয়ের আসরে বর ও কনের ঘুষাঘুষিতে উভয়েই আহত হয়েছেন এবং রক্তারক্তির মধ্যে আসরটি ভেঙে গেছে। পুলিশ জানায়, ৩১ বছর বয়সী বর ও ২২ বছর বয়সী কনে পাদ্রির শপথ পড়ানোর পরপরই মদপান করতে থাকে। একপর্যায়ে তারা কোনো কারণে মারামারিতে জড়িয়ে পড়ে। তবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে কি না তা জানা যায়নি। সূত্র : এএফপি And DailyNayaDiganta
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।