আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ ম্যানচেষ্টার ইউনাইটেড ধরাশায়ী ঃঃঃ রিয়ালের সহজ জয় ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ চাম্পিয়নস লীগের আজকের খেলায় ম্যানচেষ্টার ইউনাইটেড ২-১ গোলে বাসেলের কাছে পরাজয় বরণ করেছে। খেলার ৯ মিনিটেই বাসেলের পক্ষে Marco Streller এবং ৮৫ মিনিটে Alexander Frei গোল দুটি করেন। খেলার অন্তিম মূহুর্তে ম্যানচেষ্টার ইউনাইটেডের পক্ষে সান্তনাসূচক Phil Jones ৮৯ মিনিটে একটি গোল করেন। অপর এক ম্যাচে আয়াস্কের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৩ গোলের সহজ জয় পেয়েছে। রোনান্ডো বিহীন এই ম্যাচে Callejón ১৪ মিনিটে প্রথম গোলটি করেন।

২য় গোলটি Gonzalo Higuaín ৪১ মিনিটে এবং খেলার অন্তিম লগ্নে Callejón (৯২ মিনিটে) দলের পক্ষে শেষ গোলটি করেন। ইটালী জায়ান্ট ইন্টার মিলান সিএসকেএ মস্কোর কাছে ২-১ গোলের পরাজয় বরণ করেছে। ম্যানচেষ্টার ইউনাইটেড'এর লজ্জাজনক পরাজয়ের দিনে তাদেরই প্রতিদন্ধী প্রতিবেশী ম্যানচেষ্টার সিটি জার্মানী জায়ান্ট ব্রায়ান মিউনিখকে ২-০ গোলে পরাজিত করেছে। রাতের অন্য এক খেলায় অলিম্পিক লিয়ন ৭-১ বিশাল ব্যবধানে ডায়নামো জাগরেবকে পরাজিত করেছে। গোলের সূচনা ডায়নামোর পক্ষে ৪০ মিনিটে Mateo Kovačić করলেও প্রথমার্ধের ৪৫ মিনিট থেকে খেলার অন্তিম মূহুর্ত পর্যন্ত গোলের বন্যায় তাদের ভাসতে হয়।

অলিম্পিক লিয়নের হয়ে Bafetimbi Gomis ৪৫, ৪৮, ৫২ ও ৭০ মিনিটে ৪ টি গোল করেন। অপর ৩ টি গোল Maxime Gonalons (48′) Licha López (65′) Jimmy Briand (76′) করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।