আমাদের কথা খুঁজে নিন

   

ভাই যারা ভারতরে মাতা মাতা করেন তারা একটু কষ্ট কইরা এই টা পড়েন

আজ জানাবো এক নির্মম, অমানবিক নিষ্ঠুরতার কথা। যে ইতিহাস জানতাম না দেখে আমি লজ্জিত, আর যে সুশীল বুদ্ধিজীবী, জ্ঞানপাপীরা এই ইতিহাস আমাদের জানতে দেয়নি তাদের প্রতি মনের গভীর থেকে ঘৃনা। গহর রিজভির মতো জারজ সন্তানগুলো তারপর ও ভারত মাতা বলে নমঃ নমঃ করে কেন?? Nellie Massacre হয়েছিল আসামে ১৮ ফেব্রুয়ারি ১৯৮৩ সালে। এটি ৬ ঘণ্টা স্থায়ি হয়েছিল। এই হত্যা যজ্ঞে ৫০০০ মানুষ হত্যা করা হয়েছিল যার মধ্যে ৩৫০০-ই ছিল শিশু(মুসলিম)।

গণহত্যার মূল শিকার ছিল ৭১ এর যুদ্ধে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশী মুসলমানরা। আসামের ১৪ টি গ্রামে এই হত্যা যোগ্য চালানো হয় গ্রাম গুলো সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়,তার মধ্যে একটি ছিল Nellie । এই হত্যার কারন ছিল মুলত আসামের বিরোধী দলের দাবী। তারা দাবী করে যদি অবৈধ আধিবাসিদের সরানো না হয় তবে তারা নির্বাচনে অংশ নিবে না। তাদের এই দাবির প্রেক্ষিতে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসী RSS এই হত্যা যোগ্য পরিচালনা করে।

এই নির্মম হত্যার পর ভারত সরকার জুলুমের শিকারদের মাত্র ৫০০০ টাকা ধরিয়ে দেয়। ৩১০ টি মামলা হয় এই জঘন্য হত্যাকারিদের কিন্তু কোনটিরই পরে মিমাংশা হয়নি এবং অপরাধীরা কোন শাস্তি পায়নি। ৭১-এ পাকিস্তনিদের নির্মম পাশবিক হত্যাযজ্ঞের জন্য আমরা তাদের হায়না, পিশাচ ইত্যাদি উপাধি দিয়েছি। কিন্তু এই নিষ্পাপ শিশুদের যারা হত্যা করেছে তাদের আমরা কি উপাধি দিব? ভারত তাদের নিজেদের স্বার্থে আমাদের সাহায্য করেছে। পাকিস্তান ছিল তাদের বড় শত্রু।

তাদের শ্ত্রুকে ধ্বংস করে দিতেই তারা আমাদের সাহায্য করেছিল। বলা হয় ১৯৭১ সালে ভারতীয় সৈন্যরা এদেশের বদনা পর্যন্ত লুটে নিয়েছিল । ফেইসবুক থেকে সংগ্রহীত  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।