ইউনি পে ২ এর পর বাংলাদেষশ নতুন করে পা রাখে রেভনেক্স নামের একটি প্রতারক চক্র। আনুষ্ঠানিক ভাবে তারা যাত্রা শুরু করে জানুয়ারী মাসে। শুরু করার পর থেকে তারা ঠিক মতই তাদের বক্তব্য অনুযায়ী ৬ মাসে টাকা দ্বিগুন দিয়ে আসছিল। গত ৩০ শে সেপ্টেম্বর তারা ৬ মাস কে নয় মাসে দেওয়ার কথা বলে জনগন থেকে দ্বিতীয় ধাপে টাকা নিয়ে এখন আর টাকা দিচ্ছে না। যত টুকু জানি আজ প্রায় দুই মাস যাবত তারা কারো টাকা পেমেন্ট করছে না।
আগে তারা বিভিন্ন এজেন্ট বা ডিলারদের মাধ্যমে টাকা আদান-প্রদান করত। হঠাত করে তারা ঈদের আগের থেকে টাকা দেওয়া বন্ধ করে দেয়। ডিলার দের কাছে গেলে তারা বলে কোম্পনাীর কাছে যাওয়ার জন্য। আর কোম্পানী বিভিন্ন সময় বিভিন্ন আবডেটের কথা বলে এই পর্যন্ত ঘুরিয়ে আসছে । এখন তাদের পোটলা গোটানো শেষ তারা এখন যাবার জন্য পথ গুনতেছে।
সমস্যা হল অই সমস্ত মানুষদের নিয়ে যারা মানুষের থেকে এম এল এম এর নামে এখানে লাখ লাখ টাকা ইনভেষ্ট করেছে্। আজ তাদের ্জীবনের করুন পরিনতি আমাকে এই লেখা লিখতে বাধ্য করেছে। সত্যি বলতে কি আমার পাশের একজনের এই করুন পরিনতির কথা আর কি বলব, আমি আমার এক পরিচিত ডাক্তার সাহেবের ফার্মেসীতে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় দেখি শেখ ফরিদ নামের ছেলেটি আসে দেখি তার দাড়ি শেভ না করার কারনে খুব খারাপ দেখাচ্ছে। বল্লাম ভাই কি ব্যপার ভাই শেভ করেন না কেন ? ভাই টাকা নাই ।
ডাক্তার সাহেবের কাছে এসে একশো টাকা চাইতেছে শেভ করার জন্য। খুব মায়া লাগল। তখন তার কাছ থেকেই সব জানলাম। জেনে খুব খারাপ লাগল। আমাদের সহজ সরল মানূষ গুলো কে কি ভাবে ধোকা দিয়ে মানুষ ফকির করে দিচ্ছে।
সকারের উচিত এগুলোর ব্যপারে শক্ত প্রদক্ষেপ নেওয়া। যাতে করে পরবর্তীতে মানুষ এই সমস্ত ব্যপারে আরোসচেতন হতে পারে। এবং প্রয়োজনীয় নীতি মালা প্রনোয়নো জন্য সজাগ দৃষ্টি কামনা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।