আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত সঙ্গম

মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । শেষ পর্যন্ত সঙ্গম এক সঙ্গমে জব্দ আমি তৃতীয়া কালান্তর ভবমেলা তব খেলা দুয়ার মাঝে ঝড় আজ প্রিয় সংসারে । সুখসঙ্গম পরিহারে তীব্র যাতনা জল নিয়ে দরদাম আর শব্দ কেনার খরিদ্দার । প্রেতাত্বারা সংগম চায় দিবা জাগরণে গগনে অধুরা পরিহাস নিয়ে চাঁদ হাসে, বন বন করে ঘোরা লাটিমটাও থেমে যায় । জুটি বেঁধে সঙ্গম করে সাদা পায়রা, লাল মোরগ আর কালো কাক শব্দ তখন বিক্রি হয়ে গেছে বেশ্যার টেপ রেকর্ডারে । মস্তিস্ক খুঁড়ে খুঁড়ে ভালো লাগা আবিস্কার আর খুঁজে পাওয়া ভালো লাগায় মৌমাছির আশ্রয় । লাল শার্টটা কোন একসময় সাদা ছিল প্রতিবেশির সাক্ষ্য ! আর শতাধিক সঙ্গমকারির মাঝে আমাকে খুঁজে নিয়ো আমার লাল শার্ট । আমি যৌবনের লাটিম ঘুরিয়ে নব প্রণয়ে উদ্দাম আজ সঙ্গম আমার দেহকে আমার সমাজকে আর দূর্ভাগা এক জাতিকে ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।