আমাদের কথা খুঁজে নিন

   

অমি রহমান পিয়ালের বক্তব্য, ছাগ পালের লাফালাফি এবং শহীদ রুমির জন্মদিনে শুভেচ্ছা

এখনো গেলনা আঁধার............... শহীদ রুমি স্কোয়াড নিয়ে অমি পিয়াল বা জেবতিক কী বলল না বলল তাতে দেখি ব্লগ ও ফেসবুকে ঈদ উৎসব লেগে গেল। অনশনকারীদের পক্ষ নিয়ে ব্লগে এমন এমন আইডি থেকে পোষ্ট আসতে লাগল যাদের অনেকের এটা প্রথম পোষ্ট। এমন ভাব নিয়ে পোষ্ট দিচ্ছে যেন অনেকদিন ধরেই তারা শাহবাগে আন্দোলন করছে এখন এমন এমন মন্তব্য তারা খুবই মর্মাহত। কিন্তু এদের চেইনটা একটু খেয়াল করলে বোঝা যায় এইসব নিকের পেছনে কারা আছে? তোমাদের উদ্দেশ্যে সেই চিরায়ত বানী= ল্যান্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড। যতই দরদী সাজ তোমাদের অতীত কুকর্ম তোমাদের বিভিন্ন পোষ্ট, কমেন্টের স্ক্রীন শটে আছে।

তোরা ছাগুই রইলি মানুষ হইলিনা। তাদের সেসব পোষ্টে আবার আমাদের অনেকের কমেন্টও দেখি। ছাগু না চিনেই কমেন্ট করে বসলে যা হয় আরকি? খুব খিয়াল কইরা। এই আন্দোলন কিভাবে শুরু হইছে, কে খাইয়া না খাইয়া এই আন্দোলন তিলে তিলে গড়ে তুলছে? কে কখন কিভাবে এই আন্দোলনে শরীক হইছে? কে কার লিখা পড়তে পড়তে একসময় নিজেই নেতা হয়ে গিয়েছে তার স্বাক্ষী আমরা অনেকেই আছি। এই সামহোয়ার ব্লগ ও স্বাক্ষী আছে।

আজকের তরুন প্রজন্মের ব্লগার অনেকেই তার হাতে গড়া। যারা দুইবার না ভেবে চ্যাটাং চাট্যাং কমেন্ট করতাসে তাদের আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়েই সন্দেহ থেকে যায়। আর এত অল্পতেই যদি আমাগো ফাইটাররা চেইতা যায়, শত্রু মিত্র না চিনে কমেন্ট কইরা দেয়? স্টাটাস পোষ্ট দিয়া দেয় তখন তো কাইজা লেগে গেল। একটু ভেবে চিন্তে সামলে সুমলে পথ চলতে না পারলে সামনে যে বিরাট পুলসিরাত পইরা আছে সেটা পার হবে কি দিয়া? বাম নিয়া আমার একটা পোষ্ট আমি ড্রাফট করে রেখেছি, সময় হলে আবার খুলে দিব। ভাল করেই জানি রেড পতাকা কি চায়? অতীতে তারা কি চেয়েছিল তাও ভাল করে জানি।

শুধু আমাগো তরুণ যারা অতি আবেগী, ভাল মন্দ বিচার করার আগেই রায় দিয়া দেয়, তাদের বলছি এ যুদ্ধ এত সহজ না। অনেক কঠিন একটা পথ সামনে রয়েছে। এত তাড়াতাড়ি স্ট্যামিনা ক্ষয় করে ফেললে কেমন হবে। । মফস্বল এলাকায় বাস করে যুদ্ধের আগুনের যে আচ গায়ে এসে লাগছে তাতে বেশ বুঝতে পারছি আবার সামনে সেই একাত্তরের গর্জন শোনা যায়।

সুতরাং আমাদের আরো বেশী ধৈর্য্যশীল হতে হবে। শত্রু মিত্র চিনতে হবে। সঠিক নেতৃত্বে আগাতে হবে। কর্মসূচি মানতে হবে। না হলে পৃথিবীর হাজারো ব্যর্থ বিপ্লবের মতো আরো একটি উদাহরণ দেখার অপেক্ষা করতে হবে।

এই আন্দোলনে যদিও আমি কেউই না তারপরেও সর্বক্ষন এই আন্দোলনের সাথেই আছি। অনলাইন থেকে বাস্তবে রুপ নেয়া আন্দোলনটির খুব নগন্য একজন কর্মী হতে পেরে নিজেকে সঠিক পথের পথিক মনে করি। তাই চুড়ান্ত বিজয় অর্জন পর্যন্তই থাকবো। কে কি বললো. কে আমারে কার দালাল বলে গালী দিল, কে কার সিন্ডিকেট বলে ট্যাগিং দিল তাতে করে আমার লাভ ক্ষতি কিছুই হয়না। এই আন্দোলনের একটা পর্যায়ে এসে যারা ডিভাইড এন্ড রুল খেলতে চাইছে তাদের গালে জুতা মারি।

০০০০০০০০০০০০০০০ শেষ করার আগে বলে যাই আজ শহীদ রুমীর জন্মদিন বেচে থাকলে আজ ৬১ বছরের হতেন। । যেখানেই থাকুন ভাল থাকুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।