আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ মালদ্বীপের বিপক্ষে লজ্জাজনক হার ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ ৬৭% বল নিজেদের কাছে নিয়ন্ত্রন রাখার পরও বাংলাদেশ ১-৩ গোলে মালদ্বীপের কাছে হেরে গেলো। জয়ের অদম্য ইচ্ছে নিয়ে খেলতে গিয়ে ধারার বিরূদ্ধে ডিফেন্সের দূর্বলতার সূযোগ নিয়ে বাংলাদেশ প্রথম অর্ধে ২-১ গোলে পিছিয়ে পরে। ২য় অর্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমন শানিয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কোন গোলের দেখা পায়নি বরং অফসাডের ফাঁদ এড়িয়ে খেলা শেষ হবার অন্তিম মূহুর্তে মালদ্বীপ বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুঁকে দিয়ে ৩-১ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে চলে যায়। নেপাল-পাকিস্তান খেলায় ড্র হওয়াতে বাংলাদেশের জয়ের বিকল্প কিছু ছিলো না। আজ সত্যি বাংলাদেশ খুব ভালো খেলেছে। কিন্তু ফুটবল হলো গোলের খেলা, তাই মাথা নিচু করে ফেরা ছাড়া বাংলাদেশ প্লেয়ারদের আর কিছু করার ছিলো না। গত তিনটি ম্যাচ বাংলাদেশ বার্সেলোনা স্টাইলে খেলার চেষ্টা করেছে, তার তিনটি খেলাই সবার নজর কেড়েছে, কিন্তু বাংলাদেশে যে জাভি, ইনিয়েস্তা কিম্বা মেসি মানের তো দূরের কথা, তাদের ছায়া হবার কোন মিড ফিল্ডার ষ্ট্রাকারও বাংলাদেশে নেই। আসলাম-সাব্বির ওদের পর আর মান সম্মত কোন ষ্ট্রাইকার বাংলাদেশে পেলোনা। কিন্তু কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।