আমাদের কথা খুঁজে নিন

   

৫০ রানে ৯ উইকেট আবার ৬৯ রানে ১ উইকেট

যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি... এই হচ্ছে বাংলাদেশ টীমের অবস্থা। ০ রানে ১ উইকেট যাওয়ার পর ২য় উইকেটের জুটিতে ৬৯ করলো। অর্থাৎ আউট হওয়ার আগে ৬৯/১ ছিল। সেই ৬৯/১ কে ৬৯/২ করলো এবং বাকী ৮ উইকেট হারালো ৫০ রানে যা ১১৯/১০ এ অলআউট। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। মুশফিককে কে বলে ৪ নাম্বারে নামতে। আগে সাকিব এর পরে খেলতে নামতো তখন খেলাকে ধরে ভালো পজিশনে নিয়ে যেত। আর এখন এই হালায় ম্যাচ গুলা ঢুবাইছে। কত গুলা বাই চার দিছে এবং ক্যাচ মিস করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।