আমাদের কথা খুঁজে নিন

   

মা-বাবা, তোমাদের তুলনা হয় না

সত্য একদিন প্রকাশ পাবেই, আমি না করলে আপনি করবেন, না হলে আরেকজন করবে। প্রকাশ হবেই পৃথিবীতে কাকে কান্না করানো সহজ?? নিশ্চিতভাবেই সেই মানুষটি আপনার মা। বিশ্বাস হচ্ছে না? একবার ফোন করে বলুন "মা আমি ভাল নাই, তোমাকে ভীষন মনে পরছে, আর ভাল লাগে না্""'' কথাটি শেষ হবার পুর্বেই যদি ফোনের আওয়াজ থেমে যায়, তাহলে বুঝবেন সেই মমতাময়ী নারীর চোখে জল এসেছে। সেই মানুষটি সত্যি ভাল থাকেন না, কারন উনি আপনাকে ভীষনভাবে মিস করেন। আপনার জন্য না খেয়ে বসে থাকেন।

দড়জায় কড়া নাড়লেই উনি দৌড়ে আসেন, এই বুঝি খোকা এসেছে। যদিও তিনি ভাল করেই জানেন, আপনি উনার থেকে কয়েকশ মাইল দূরে থাকেন। ভাবছেন উনি ভুল করেন? না , উনি আপনাকে ভীষনভাবে মিস করেন। তাই বারবার এই কাজটি করেন। কাকে চিন্তিত করা সবচেয়ে সহজ? নিশ্চিতভাবেই সেই মানুষটি আপনার বাবা।

বিশ্বাস হচ্চে না? একবার ফোন করে বলুন ঃ বাবা, হাতে টাকা নাই। কি করব জানি না, কিভাবে চলব?? কথাটি শেষ করার আগেই ওপাশের কন্ঠ গম্ভীর হয়ে যাবে, আর বলবে, চিন্তা করিস না বাবা, তোর জন্যে টাকা রেখে দিয়েছি, চিন্তা করিস না। ভাবছেন উনার অনেক টাকা জমানো আছে?/ আরে না। উনার হাতে টাকা নাই। হয়ত আপনাকে টাকা পাঠাবেন বলে ভাল খাবার খান না, সামান্য সাধ-আহ্বলাদ পুরন করেন না।

ভাবছেন এত তাড়াতাড়ী টাকা পেল কোথায়?? আরে গাধা ঐ মানুষটির কাছে টাকা নাই। আপনি যেন ভাল থাকেন, সেজন্য উনি টাকা আছে বলেছেন। আসলে উনি নিজেও জানেন না ,টাকা আসবে কোথা থেকে? কার কাছে ধার করবেন?? আপনাকে টাকা পাঠাতে তার কপালে চিন্তার রেখা দেখা দিয়েছে। অথচ আপনাকে একটিবারও বুঝতে দিবেন না। ভাবছেন উনি মিথ্যা বলছেন?? আরে না।

কারন উনি আপনার জন্য চিন্তায় থাকেন, আপনার ভাল থাকার ব্যবস্থা করেন। নিজের সুখকে বলি দিয়ে আপনার সুখের ব্যবস্থা করেন। উনার মত মানুষ মিথ্যা বলবে কি করে? আসুন সেই বাবা-মা কে আজ আবার স্মরন করি, বলি, বাবা তোমাকে ভালবাসি মা তোমাকে ভালবাসি চলবে… ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।