জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। অফিসে নারী সহকমীকে ইভটিজিং করার সময় নারীকর্মীদের হাতে হামলার শিকার------ ইভটিজিং কি? সাধারণত ইভটিজিং বলতে রাস্তাঘাট, স্কুল কলেজ ও অন্যান্য যে কোন স্থানে মেয়েদের উত্যক্ত করা বা লাঞ্ছিত করাকেই বুঝানো হয় । স্কূলগামী ছাত্রীদেরকে বিরক্ত করলে এই রকম জুতাপেটা খাওয়ার সম্ভাবনা আছে--- রাজপথে হাটার সময় নারীদেরকে ইভটিজিং করলে------------------ ভটিজিং করার জন্য বখাটেরা দাড়িয়ে আছে------------- ইভটিজিং করার অপরাধে গনধোলাই-----তারপর শাস্তি------------- ইভটিজিং থেকে রক্ষার জন্য স্কুলে ছাত্রীরা মার্শাল আর্ট প্রশিক্ষন নিচ্ছে---------- ইভটিজিং এর শিকার এক নারী-----------------------অপমানে আত্মহত্যা--তারপর--- ইভটিজিং এর প্রতিবাদে উত্তাল রাজপথ--------------------- ইভটিজিং এর প্রতিবাদে রাজপথে মানব বন্ধন------------ উপরের ছবিতে দেখা যাচ্ছে স্বামী-স্ত্রী অথবা প্রেমিক-প্রেমিকা গাড়ীতে বসে আছে। সামনের সীটের ভদ্র লোকের ইভটিজিং থেকে স্ত্রী বা প্রেমিকাকে রক্ষা করার জন্য স্বামী বা প্রেমিক বেচারা ভদ্রলোকের সামনে পা দিয়ে ইভটিজিং থেকে রক্ষা করার চেষ্টা করছে। এই মহিলাকে উগ্র পোষাক পরার কারনে সামনের সিটের ভদ্র লোক ডিস্টাব করতেই পারে......যদি ভাল পোষাক পরত তাহলে পা দিয়ে ঠেকানোর কোন প্রয়োজন ছিলনা........ আমাদের দেশে বেশীর ভাগ নারীরা নিজেদের দোষের কারনেই ইভটিজিং এর শিকার হচ্ছে... আজকাল মেয়েরা গলায় উড়না পেচিয়ে চলাফেরা করছে। টাইট-পিট ড্রেস পরে রাস্তা দিয়ে হাটছে.. বধুর সাজে সজ্জিত হয়ে কলেজে-অফিসে যায়--মার্কেটে দল বেঁধে ঘোরা ফেরা করছে। পার্কে কিংবা ইন্টারনেট শপে অধাধে মেলামেশা করছে। -----------------------------------এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে পরিবারগুলিকে সাবধান থাকতে হবে। পরিবারের উঠতি বয়সের ছেলে-মেয়েদের প্রতি আরো বেশী করে যত্নবান হওয়া উচিত। তারা কি করছে--কোথায় যায়--কার সাথে আড্ডা দিচ্ছে--গভীর রাত পর্যন্ত মোবাইলে বা ইন্টারনেটে কি করছে মনিটরিং করা দরকার----------শাসন না করলে--ইভটিজিং এর শিকার বা শিকারী হয়ে যাবে------------!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।