যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। এই ২০০০,ইংরেজী সালে
আমার মৃত্যু হবে।
আমি হারাব প্রিয়জন,
হারাব এই পৃথিবী,
পৃথিবীর আলো-বাতাস,
প্রকৃতি।
আমি জানি না,
আমার মৃত্যুর পর আমি
কোন দেশে বাস করব।
আমি জানি না,
সে দেশে চন্দ্র,সূর্য আছে কিনা,
আলো-বাতাস,প্রকৃতি আছে কিনা।
ওসবের আমি কিছুই জানি না।
ওসবের ভাবনা আমাকে
অভাক করে,খুব অভাক করে।
মাঝে-মাঝে অভাক হয়ে
আমি নীজেকেই নীজে বলি,
মৃত্যু আমার শ্রেষ্ঠ শত্রু।
তখন বলি,মৃত্যুকে আমি।
হে,মৃত্যু,
আমার নাই মৃত্যু,
আমি অমর,চীরঞ্চীব,
অমৃত্যু।
এই ২০০০,ইংরেজী সাল
আমার জীবনের শেষ সাল।
নতুন সাল শুরু হবে
আমার মৃত্যুর দেশে।
আমি জানি না,
সেই মৃত্যুর দেশে,
সাল, তারিখ আছে কিনা,
আবার,সেই মৃত্যুর দেশে
আমার মৃত্যু হবে কিনা।
আবার,সেই দেশে আমার মৃত্যুর পর,
ফির,এই পৃথিবীতে,এই দেশে,
এই গুনটিয়া গায়ে আসব কিনা।
ওসবের আমি কিছুই জানি না।
এ সবের ভাবনা আমাকে
অভাক করে,খুব অভাক করে।
মাঝে-মাঝে অভাক হয়ে
আমি নীজেকেই নীজে বলি,
যদি মানুষ না হয়ে আমি
প্রকৃতি হয়ে জন্মাইতাম।
তবু,কিয়ামত পর্যন্ত আমি
এই পৃথিবীতে বাঁচতে পারতাম।
আর,যদি প্রকৃতি হয়ে আমি
জন্মলাভ নাই করিতাম। কিন্তু,
মাটি,ধুলা,বালির একটি কনা হয়েও
যদি আমি জন্ম লাভ করিতাম
তবু,বাতাসের সাথে মিশে
আমি এই পৃথিবীর সর্বত্র
বিরাজ করিতে পারিতাম।
এই ২০০০,ইংরেজী সাল
বিষাদে রাখে সারাক্ষণ
আমার মন। রাখে সারাক্ষণ
আমাকে মৃত্যুর চিন্তায়।
বাঁচতে দেয় না আমাকে
এক মুহুর্ত সুখে,আনন্দে,উল্লাসে।
এক মুহুর্ত দেয় না আমাকে হাসতে,
রাখে সারাক্ষণ আমাকে ভয়ে।
প্রিয়জন হারানোর ভয়ে।
সেই ভয় আমার মৃত্যুর ভয়।
এই ২০০০,ইংরেজী সাল
আমার সব কেড়ে নিয়েছে।
আমাকে জ্যান্ত কবর দিয়েছে।
এখন যেন আমি মরেই আছি,
মৃত্যুর দেশেই আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।