আমাদের কথা খুঁজে নিন

   

কবি শফিকুল রচিত গান (লিরিক)

"তার ও আগে বৃষ্টি নামুক আমাদের বিবেকের মরভূমিতে/ সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক, /আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি..."--শফিকুল ইসলাম আমার অতীত বলে কিছু নেই আমার অতীত বলে কিছু নেই, আছে কিছু স্মৃতি বেদনা-ভরা আমার ফাগুন বলে কিছু নেই, আছে কাটার জ্বালা বুক-ভরা॥ দুখের পরে সুখ, সুখের পরে দুঃখ জানি এই নিয়মে চলছে তো ধরণী- আমার দুখের পরে দুঃখ আসে, আমার সবই মিথ্যে দিয়ে গড়া ॥ রাতের শেষে দিন আসে, দিন শেষে রাত আমার রাতের পর আসেনা প্রভাত- আমার জীবন বলে কিছু নেই, আছে প্রাণ এক যন্ত্রণা-ভরা॥  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।