আমি আমার নিজেকেই খুঁজে বেড়াই, আমার মাঝে, তোমার মাঝে, আমাদের মাঝে :) আরে আরে আরে !!!! আমার নাকি এক বছর দুই মাস হইছে ব্লগিং করা । তাইলে আমার ১ম বর্ষপুর্তি পোস্ট টা কই গেল ????
,
,
,
,
শিরোনাম দেখে অনেকে ভাবছেন মনে হয়, যে আমার বর্ষপুর্তি উপলক্ষে দেয়া পোস্ট হয়ত কেউ মুছে ফেলেছে । আসলে তা না । আমিই দেইনি। হয়েছে কি, ব্লগে উদ্দেশ্যহিন ভাবে ঘুরাফেরা করছিলাম ।
হঠাত কোনো এক পোস্টে জাপো ভাইয়ের কমেন্ট দেখলাম । কমেন্টের জবাবে লেখক/লেখিকা জাপো ভাইকে অসাধারন লেখক হিসেবে আখ্যায়িত করলেন । ভাবলাম জাপো ভাইয়ের বাড়িটা একটু ঘুরে আসি । দেখলাম খুব ভালো লেখক তিনি । অনুসরন করা শুরু করলাম ।
জাপো ভাইয়ের পোস্টগুলো দেখতে গিয়ে উনার বর্ষপুর্তি উপলক্ষে দেয়া পোস্ট টা দেখলাম । দেখে আমার মনে হলো, আরে !!! আমারও তো এক বছর পার হয়ে গেছে এই ব্লগে , আমার বর্ষপুর্তি পোস্ট টা কই?? আমি ভুলেই গিয়েছিলাম । আসলে সদস্য হয়েছিলাম অনেক আগেই কিন্তু লেখালেখির প্রতি কোন আগ্রহ ছিলোনা, আর তাছাড়া সময়ও পেতাম না। এখন আগ্রহ টা একটু বেড়েছে কিনা তাই আপনাদের বিরক্ত করি মাঝে মাঝে । ধরে নিন এটাই আমার বর্ষপুর্তি পোস্ট ।
এই এক বছরে প্রাপ্তি
কিছু লেখার ইচ্ছা আর তার প্রয়োগ / সফল বাস্তবায়ন, যার ফলে সৃষ্ট অখাদ্য সব লেখা, বস্তা পঁচা সব কৌতুক, আর নেংটা পরবর্তি কালের কিছু বাঁন্দ্রামির গল্প । ওয়াচ থেকে জেনারেল আর জেনারেল থেকে চেইপ ব্লগার হওয়া ।
যাই হোক বর্ষপুর্তি পোস্ট উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর সাধুবাদ জানাচ্ছি । যারা আমার পোস্টে মন্তব্য করেছেন তাদের জন্য "হে দয়াল মাওলারে দোজাহানের মালিক, যারা আমার পোস্টে মন্তব্য করেছে তাদের পোস্টে তুমি হাজার হাজার মন্তব্য করায়া দিওওওওওওওওওওওওওওওওওওও "
আজকে তো কিছু খাবার দিতে পারছিনা । একটা ধাঁধা দিলাম।
দেখতে চাইলে এইখানে গুতা মারেন , আস্তে আস্তে স্ক্রিনে গুতায়েন না আবার, মাউসের পয়েন্টার দিয়া গুতান
হ্যাপ্পি বোলোগিং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।