আজাইরা প্যাঁচাল ছাড়া অন্যসব আমি বাংলাদেশ এর একটা বড় গ্রুপ এ কাজ করি অনেকদিন ধরে। গত ক বছর নতুন পে স্কেল এর নামে যা শুরু হয়ছে তা এক কথায় হাস্যকর ও বেদনাদায়ক। মালিক নতুন গাড়ি কিনতে কারপন্য করেন না, সেটা ঠিক আছে কিন্তু আমাদের পাওনা দিয়ে দিলেই হয়। তা তারা করবেন না। বড় বড় করতাদের প্রমশন হতে দেরি হয় না, সব সমস্যা আমাদের বেলায়? আর মন দিয়ে কাজ করতে ইছছা হয় না। মাত্র ১ থেকে ২ কোটি টাকার ইনভল্ভমেন্ট এটা তাদের হাতের ময়লা । এত দিন সততার সাথে কাজ করে কি পেলাম? পাবই বা কি? মরোনের আগে নিশ্চয়ই হবে .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।