রাজা-প্রজা সবাই থাকবে নির্বিশেষে, পাল্টে দেবে দুনিয়ার সব মিথ্যে-কানুন হেসে। ..................
চলেছে বিজয়ের মাস ডিসেম্বর। সবার মনেই বিজয়ের গন্ধ আবেশ ছড়িয়ে দিচ্ছে। বছর ঘুরে ফিরে আসা এই বিজয়ের ঘ্রানে শীতনিদ্রায় থাকা কিছু লোকেরও নিদ্রা ভঙ্গিত হয়েছে। সারাবছর গর্তের মধ্যে লুকিয়ে থেকে এরা বের হয়েছে দেশপ্রেমের জৌলুস নিয়ে।
তাদের মনে এখন উঁকি দিচ্ছে কিভাবে এই বিজয় মাতমে নিজেকেও সামিল করবে। সবার সামনে প্রকাশ করবে সেও একজন খাঁটি দেশপ্রেমিক! একবছর আগে ঠিক একইভাবে এরা বের হয়েছিল। সময়ের কাঁটা ঘুরে আবার তাদের আগমন বার্তা ভার্চুয়াল দুনিয়ার আকাশে-বাতাসে বইছে।
আমাদের মনে সত্যিকারের দেশপ্রেম জাগ্রত হয়েছিল ঐ '৭১-এ। তার আগেও হয়েছে, পরেও হয়েছে, কিন্তু একাত্তরে যেমনটা হয়েছে বাঙালীর জন্য দেশপ্রেমের পরীক্ষা, তেমনটি আর কখনো হয়নি।
যাইহোক বছর ঘুরে আবার এসেছে নিজেকে দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করার সময়। যেহেতু ভার্চুয়াল দুনিয়ার পরিসর এখন অনেক ব্যাপক সেহেতু এই মাধ্যমকে কাজে লাগিয়েই দেশপ্রেম প্রকাশ করাটা এখন এক আঙ্গুল ফোটানোর মতো কাজ !
তবে অনেকের আবার বছর টাইম মেমোরি লস টাইপের অসুখ থাকতে পারে। তারা হয়তো ভুলেই গেছে যে কিভাবে, কেমন করে, খুব সহজ উপায়ে দেশপ্রেমের ঢেউ-এর জোয়ারে বন্যা ঘটিয়ে দিতে !
তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন!
দেশপ্রেমিক/দেশপ্রেমিকা হবার দুনিয়ার সবচেয়ে সহজ সাতটি তরিকা
● দেশপ্রেমের উতলানী যে আপনার মনে কাল বৈশাখী ঝড়ের মতো বইছে তা মানুষদের কাছে পৌঁছানোর জন্য প্রথম শর্তই হচ্ছে আপনার একটা ফেসবুক আইডি বা যেকোন ব্লগে নিক থাকতে হবে ( সামুতে থাকলে ভালো, তাইলে বেশী মানুষের কাছে আপনার দেশপ্রেমের জৌলুস দেখাইতে পারবেন ) আর যদি এই দুইটার কোনটাই আপনার কাছে না থাকে তাইলে ফুটেন; আপনার দেশপ্রেমিক হওয়ার কোন যোগ্যতাই নাই
● আপনাকে মোটামুটি ভালো বাংলা টাইপ জানতে হবে কারণ বাংলিশ স্ট্যাটাস বা ব্লগপোস্ট দিলে ভাত তো পাবেনই না উল্টো দেখবেন ক্যামনে ক্যামনে নিজেকে ছাগলা মনে হচ্ছে। শেষে দেখবেন আপনার দেশপ্রেমিক হওয়ার বাৎসরিক যে আশা তা পুরা খালি ময়দানে বিনা পানিতেই মারা যাবে!
● বিজয়ের মাসে আপনাকে কিছু ভাবসাব মার্কা স্ট্যাটাস দিতে হবে ফেবুতে।
যেমনঃ একাত্তর আমার অহংকার, আমি বেঁচে থাকলে অস্ত্র হাতে নিয়ে দিতাম হুঙ্কার! ( আমারটা কপি মারতে যাইয়েন না আবার, শেষে ধরা খাইবেন )
● বিজয়ের এই মাসে বাংলাদেশের পতাকা সম্বলিত ছবি যদি আপনার প্রোফাইলে না ঝুলাইয়া রাখেন তাইলে মিয়া কিয়ের দেশপ্রেমিক হইলেন আপনি? সুতরাং এইটা মাস্ট।
● সারাবছর লুলামী টাইপ পোস্ট দিছেন, ব্লগে ব্লগে গিয়া দেশ রসাতলে গেল, দেশের কি হপে, বাংলাদেশের মৃত্যু ঘনিয়ে আসছে, কাল ছোবলে দেশ কালো কালো হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি টাইপ কমেন্ট দিছেন এইবার দিবেন দেশের জন্য কিছু করতে হবে, আসুন আমরা এই বিজয়ের মাসে শপথ নেই আমাদের দেশকে আমরা আরো সুন্দর করে গড়ে তুলবো। দেশের সব নৈরাজ্য আমরা প্রতিহত করবো, বিজয়ের এই মাসে আমরা দৃপ্ত শপথ করি।
● ভার্চুয়াল দুনিয়ার সবাইকে মোটামুটি এভাবেই জানিয়ে দিন যে আপনিও এই মাসের জন্য এক দেশপ্রেমিক। আপনার মনেও দেশপ্রেমের জলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে।
এবার সশরীরে কিছু একটা করে দেখালে সবার চোখে আপনি দেশপ্রেমিক হিসেবে বিশ্বাসী হয়ে উঠবেন।
আর এইজন্য আপনাকে ফেবুতে ইভেন্ট খুঁজতে হবে, দেখেন কোথায় কবে টিপাইমুখ মানববন্ধন হচ্ছে, বিজয়ের মাস নিয়ে আলোচনা-সেমিনার হচ্ছে। সারাবছর শীতনিদ্রায় ছিলেন এইবার না হয় একটু কষ্ট করে ঐ সব ইভেন্টে জয়েন করে দেশপ্রেমিক হওয়ার সৌভাগ্য অর্জন করুন। খালি জয়েন করলেই হবে না ভালো করে একখানা সুন্দর ছবি তুলে দিন আপলোড ব্যস আপনাকে আর দেশপ্রেমিক হতে আটকায় কে ?
● বিজয় দিবসের দিন আপনার মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, পারলে বাংলাদেশরে পতাকা সম্বলিত একটা টি-শার্ট গায়ে চরিয়ে নেমে পড়ুন রাস্তায়। সবাইকে জানিয়ে দিন এই বিজয় মাসে আপনিও একজন দেশপ্রেমিক !
সতর্কতাঃ একটা কথা মনে রাখবেন বিজয় মাসে আপনি যত বড়ই দেশপ্রেমিক বা প্রেমিকা বনে যান না কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে বড় দেশপ্রেমিকা (!) হবার চেষ্টা কখনোই করবেন না! সজ্ঞানেও না, অজ্ঞানেও না!
***********************************************************
ইহা সম্পুর্ণ ফানপোস্ট ব্যতিত অন্য কিছু নহে; কেউ যদি সিরিয়াসলি নেন তাহলে সেটা তার একান্ত ব্যাক্তিগত ব্যাপার
*********************************************************** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।