মহাজোট সরকারের যে কয়েকজন মন্ত্রী নিয়ে জনগনের আক্রশ আছে তার মধ্য অন্যতম হল সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গত তিন বছরে এদেশের রাস্তাঘাটের যে চিত্র তিনি দেশবাসীকে উপহার দিয়েছেন তা নজীরবিহীন। তার ব্যর্থতার দরুন পদ্মা সেতু নির্মান আজ বন্ধ। বিশেষজ্ঞদের মতে দেশের সবচেয়ে বেশি দুর্নীতি আজ যোগাযোগ খাতে। তার অপসারনের জন্য দেশের বিশিষ্টি জনেরা শহীদ মিনারে অনশন পালন করেছেন।
তার পরও এই মহা ক্ষমতাশালী মন্ত্রী অর্থ মন্ত্রীর উপর দোষ চাপিয়ে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যান।
অবশেষে জন দুর্ভোগের চমর অবনতির অবস্থায় সরকার তাকে যোগাযোগ মন্ত্রানালয় থেকে সরাতে বাধ্য হল।
কিন্তু হায়! এ কি হল? ফলাফল তো আরো খারাপের দিকে গেল। তাকে সরিয়ে ফেললেই পারত। কিন্তু সরকার সমালোচনার ভয়ে তাকে একেবারে মন্ত্রী থেকে বাদ না দিয়ে দৌড় প্রতিযোগীতায় প্রথম হওয়ার পুরস্কার হিশেবে দেশের আরেক গুরুত্বত্বর্পূন মন্ত্রানালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব দিয়েছে।
একেই বলে ডিজিটাল সিদ্ধান্ত। যে ব্যক্তি এক মন্ত্রানালয়ে ব্যর্থ তাকে কেন বাদ না দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রানালয়ে দেওয়া হল? মাননীয় প্রধান মন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশকে ডিজিটাল বানাবেন। কিন্তু যেই মন্ত্রানালয়ের হাতে দেশ ডিজিটালের ভার থাকবে সেই জায়গায় যদি অযগ্য লোক বসানো হয় তবে দেশ কিভাবে ডিজিটাল হবে?
জাতি আজ এই প্রশ্নের উত্তর জানতে চায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।