আমাদের কথা খুঁজে নিন

   

সেই বিদ্রোহী

অরুণালোক হে বীর- হে বিদ্রোহী মহাবীর তোমায় শ্রদ্ধা ভরে আজো মনে করে এক নাগরিক পৃথিবীর। তুমি তো গিয়েছো ধরণীরে ছেড়ে জলসা গানের মায়াখানি কেড়ে। কোথা’ বিদ্রোহী! তুমি তো শিল্পী শ্যামল বঙ্গ জননীর। কাব্য গানে আছো সবখানে ; সুরে সুরে রাগিনীর। ।

তোমাকে আমি দেশ থেকে দেশে ঘুরতে দেখি পথিকের বেশে, আলুথালু কেশে আনমনে হেসে পথ হাঁটো পৃথিবীর। এ ধূলির ধরা সুখে দিশেহারা সাড়া পেয়ে ধ্যায়ানীর। । তোমার পুলকে ফসলের বুকে হিল্লোল নেচে যায় এঁকে বেঁকে সমিরণ সখা পরাগ মাখে-, বীণা বাজে প্রকৃতির। অরুণালোকে রূপ ফেরি করে রাঙা মেয়ে প্রভাতীর।

। তোমাকে দেখি’ গান গাওয়া পাখি কান পেতে করে চুপ বাতাবির ফুল ছড়ায় মধুর সুবাস। ফাগুন কুমারী মেলে পাপড়ি মনে-বনে অপরূপ কোকিরেরা ডেকে জানায় আজিকে মৌসুম মধুমাস। কৃষ্ণচূঁড়া শিমুলের ডাল, পলাশ ফুলেরা রঙে লালে লাল লাজুক বধূর ঘোমটা সরায়ে উঁকি দেয় নতশির। ঝরে পদতলে অনুরাগে বলে-, ‘সাথে নাও মুসাফির’।

। তুমি এসেছিলে ধরণীর কোলে- ধন্য ধন্য মাতা, ...চির পরিচিত, চেনে শত শত বিপ্লবী জনতা। আজো মিশে আছো মিছিলে মিছিলে বিপ্লবী হলে আজো যাও জেলে, সংগ্রামী হলে ভাগে তাই মেলে, কারাগারে বাড়ে ভীড়। ঐ চেয়ে দেখো, দুর্বল পেয়ে স্বর্গ অত্যাচারীর। ।

তোমার যুগে যেমনটা ছিলো অপরাজনীতি; শোষণ, থামেনি আজো, একই ধারায় চলছে তেমনি দূষণ। আজও পৃথিবীতে বড়ো অনাচার অসহায় প্রজা সয়ে যায় মার। জাগাবেনা আর জাগরণী গেয়ে সংগামী মুক্তির? কথা বলে উঠো আমার ভেতর বিদ্রোহী সেই বীর। । ফের জাগো ভাই বিপ্লব চাই, বিপ্লবী জাগো সব ধেয়ে এসো বান হয়ে এক প্রাণ, করি সংগ্রামী উৎসব।

বজ্র আওয়াজে কণ্ঠে শ্লোগান এসো হে তরুণ ছিঁড়ে পিছু টান গরিব আর দুখী অভাবী অসুখী কেটে এসো জিঞ্জির। একসাথে এসো গুড়িয়ে দেবো বাধার সকল প্রাচীর। । তোমারা ঘুমাও বিপ্লবী জাগে, সেই যে জাগতো আগে রাত জাগানিয়া সেই বিদ্রোহী তাঁর-ই মতন লাগে। বিস্ময়ে তাঁরে দিই পিছু ডাক আর্শির ফাঁদে আমি নির্বাক, ডাক ছেড়ে কেঁদে দৌড়ে কে যায় বুক চিরে পৃথিবীর! পাঁজরের হাড়ে কে করে আঘাত, ভেঙে করে চৌচির।

। ব্যথাহত বুকে আজো সেই কবি ঘুরে পৃথিবীর পথে চির মুসাফির বিষের বাঁশির সুর খোঁজে দিনে রাতে। হাহাকার জাগে কোথা’ তারে পাই বাঁশির প্রণয়ে আপনা হারাই। আশা রোশনাই প্রদীপ জ্বেলে পথ চলি আগামীর। আমিই সে কবি, নীল কবিতার সন্ধানে চির অধীর।

। (নেশাখোর কাব্যগ্রন্থ থেকে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।