আমাদের কথা খুঁজে নিন

   

না জনাব সৈয়দ আশরাফ আপনি আমাদের ভুল ভাবছেন আপনি ভুল বুঝছেন

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা... জনাব আশরাফ, ব্লগ বিষয়ে আপনি অবহিত আছেন, ব্লগ সম্পর্কে আপনি এবং আপনারা জানেন এটা জেনে আমরা সাধারণ ব্লগাররা যাদের নামের পিছনে একজন মানুষ থাকে তারা আনন্দিত। আনন্দিত এই কারণে যে আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন, আমাদের অস্তিত্ব আছে তা বুঝতে পারছেন। কিন্তু জনাব আশরাফ, আপনি গণহারে আমাদের উপর যে অভিযোগের তীরটি তুললেন সেটি আমাদের ব্যথিত করেছে। আপনি হয়ত জানেন, বলতে চাই অবশ্যই জানেন ব্লগ হচ্ছে স্বাধীন মত প্রকাশের, মুক্ত আলোচনার স্থান। আপনি যেমন করে আপনার প্রতিদিনের ডায়রী লিখতেন আমি এবং আমরাও তেমনি প্রতিদিনের ঘটমান চলতি জীবনকে ধরে রাখি ওয়েবের পাতায়।

আমরা একটা কমিউনিটির অংশ তাই আমরা আমাদের ভাবনাগুলো প্রকাশ করি, মত বিনিময় করি সবার সাথে। সেই মত বিনিময় প্রক্রিয়ায় আমাদের আলোচনায় উঠে আসে ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমাজনীতি। আমাদের আলোচনা-সমালোচনা অনেকটাই ঠোঁটকাটা, সম্ভবত কিছুটা কাটছাট না করা। লিখতে গিয়ে আমাদের শব্দচয়ন হয়ত কখনো কখনো শ্লীলতা বা সুশীলতার সীমা অতিক্রম করে যায় কিন্তু সেই মাত্রাহীণতাকে আপনি "পর্নো"-র সাথে তুলনা করে আমাদের মনে অবশ্যই এবং অতি অবশ্যই ব্যথা দিয়েছেন। আপনি বাংলা ব্লগগুলোতে মডারেশন বাড়ানো উচিত বলে মত দিয়েছেন।

কিন্তু জনাব আশরাফ এ বিষয়ে কোন সুনির্দিষ্ট নীতিমালা কি আপনাদের কাছে আছে? যদি অনলাইনের জগৎটাকে রাষ্ট্রিয় নিয়ন্ত্রনে আনতেই চান তবে আইন প্রনয়ন করুন, সাইবার ক্রাইম বিষয়ে যারা অবহিত, যারা প্রতিনিয়ত সাইবার জগতে বাস করেন তাদের মতামত নিন। তবে জনাব আশরাফ, সেই আইন যেন কম্পিউটারের কিবোর্ডে লিখতে না জানা, অথবা ইউআরএলের অর্থ বুঝতে না পারা, অনলাইন অ্যাক্টিভিজম কি এসব না জানা কাউকে দিয়ে না হয়। সেই আইন যেন হয় ব্যবহার উপযোগী, সেখানে যেন মুক্ত চিন্তাকে গলাটিপে ধরার কোন বাঁধ দেয়া না হয়, যেন সে আইন জীবনমুখি হয়। জনাব, অবশ্যই অরুচিকর বিষয়াদী পরিহার করা উচিত। সেই বিষয়ে বাংলা ব্লগগুলো তৎপরতাও দেখিয়ে থাকে।

সামন্য কিছু বিচ্ছিন্ন ঘটনাকে উদাহরণ হিসেবে না নিয়ে আমদের সার্বিক কর্মকে বিবেচনা করুন, বাংলা ভাষা চর্চা ও তার প্রসারে ব্লগের ভূমিকাকে সত্যিকারের মূল্যায়ন করুন। পরম করুণাময়ের কাছে আপনার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের প্রত্যাশা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।