আমাদের কথা খুঁজে নিন

   

Dolancer.com: MLM প্রতারনার ফাঁদ! (পুরা ধরা খাইবেন)

কৌতুহল Dolancer.com, unipay2 speakasia আর একটি MLM Company. তারা outsourcing নামে MLM ফাঁদ পেতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের website এর statics অনুযায়ী তাদের বর্তমান member সংখ্যা 47800 (Screenshot of 04-12-2011 ). Dolancer এর Registration Fee $100 USD (7,000 টাকা). তারা Registration থেকে আয় করেছে 47800x7000=334,600,000 (প্রায় 33 কোটি টাকার অধিক). তাদের আর একটি টাকা নেবার ধান্ধা হচ্ছে website leasing নামক একটা মাধ্যম। এক একটি website leasing দাম $1,000 USD থেকে $50,000 USD. যদি Registration member এর 5 শতাংশ website leasing নেয় তাহলে, 47800 এর 5% = 2,390 জন। 2,390 জন কমপক্ষে $1,000 USD (70,000 টাকা) করে একটা website leasing নেয়, তার পরিমান দাড়ায় 167,300,000 (প্রায় 16 কোটি টাকার অধিক). Dolancer.com, তারা 12 বছর ধরে outsourcing & Website leasing marketplace ব্যবসা চালাচ্ছে। যারা outsourcing সাথে যুক্ত বা outsourcing সম্পর্কে জানেন, তারা oDesk.com, eLance.com, Freelancer.com এবং আরো অনেক outsourcing marketplace বা Web platform ব্যাপারে জেনে থাকবেন।

outsourcing marketplace বা Web platform চালু কারতে হলে অবশ্য একটা domain এর under একটা website বা Web platform চালু কারতে হয়। আর সেটার বয়স র্নিধারণ হয় আর domain Registration বা creation এর date থেকে। যেমন oDesk.com এর domain Registration বা creation date 2002-08-31 (http://who.is/whois/oDesk.com ), oDesk.com বয়স 9 বছর এর বেশি হতে পারে না। Web platform যদি না থাকে Buy এরা কোথায় কাজ দিবে আর Provider এরা কথা হতে কাজ পাবে। Dolancer.com এর domain Registration বা creation date 2011-02-20 (http://who.is/whois/dolancer.com )।

Dolancer.com এখন থেকে 9 মাস আগে শুরু হয়েছে। তারা কিভাবে 12 বছর বলচ্ছে আমার বধগম্য হচ্ছে না। মূল পোস্ট টি পড়তে এখানে ক্লিক করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।