আমাদের কথা খুঁজে নিন

   

১লা এপ্রিল : এপ্রিল ফুল নয়, বিশ্ব শাহাদাৎ দিবস

এপ্রিল ফুল অর্থ এপ্রিলের বোকা, প্রতি বছর ১লা এপ্রিল তারিখে সকাল থেকে কথা, কাজ বা অন্যান্য উপায় অপরকে ধোকা দিয়ে বোকা বানানো এবং নিজেকে চালাক প্রতিপন্ন করার জন্য এক শ্রেণীর মানুষ মত্ত হয়ে ওঠে। এমন কি তারা প্রচুর আনন্দও উপভোগ করে। প্রকৃত পক্ষে এপ্রিল ফুল আনন্দের দিন নয় বরং মুসলমানদের জন্য এটা একটা শোক দিবস। যে ঘটনাকে কেন্দ্র করে এই আনন্দের সূত্রপাত তা যে কত নিষ্ঠুর, হৃদয় বিদারক বিভৎস এবং ধোকায় পরিপূর্ন সে কথা ভাবতেও দেহ মন শিহরিত ও বেদনার্ত হয়ে ওঠে। তবে যারা এই নিষ্ঠুরতার হোতা বা সমর্থক তাদের কথা না হয় বাদই দিলাম।

কিন্তু যারা এই নিষ্ঠুরতার স্বীকার এবং যাদের মধ্যে মনুষত্ব্যের লেশমাত্র বিদ্যমাণ রয়েছে তারা এপ্রিল ফুল পালন করে এমন একটা নারকীয় বিভৎসতাকে কোন ক্রমেই আনন্দ উৎসবের বিষয় পরিনত করতে পারে না। এমনি পারা সম্ভবও নয়। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, যে মুসলমানরা এই নিষ্ঠুরতা ও ধোকাবাজির স্বীকার হয়ে ছিলেন তাদেরই এক শ্রেণীর নামধারী মুসলমান আনন্দ ও উৎসাহের সাথে এপ্রিল ফুলের ধোকাবাজির খেলায় মত্ত হয়ে উঠে এবং প্রচুর আনন্দ উপভোগ করে অথচ এর মাধ্যমে যে তাদেই ধোকা দেওয়া হচ্ছে এই সম্পর্কে তারা বে-খবর। এবার তাহলে যেনে নেয়া যাক এপ্রিল ফুলের মূল কাহিনী ১৪৬৯ সালে এরাগন রাজা ফার্ডিন্যান্ড পুর্তুগীজ রানী ইসাবেলাকে বিবাহ করে। একমাত্র উদ্দেশ্য ছিল যৌথ খ্রিষ্টান শক্তির মাধ্যমে স্পেন দখল করে মুসলমানদেরকে ধ্বংস করা।

তাই বিয়ের পর থেকেই উভয় রাজা-রানী যৌথ সৈন্যবাহিনী গঠন করে, মুসলমানদের ধ্বংস করার সুযোগ খুঁজতে থাকে। অবশেষে তারা মুসলমানদের অসতর্কতার সুযোগে স্পেনের রাজধানী গ্রানাডার অতর্কিত হামলা চালায় এবং হত্যা করতে থাকে নিরীহ মুসলমানদের। খ্রিষ্টান সৈন্যরা অবরোধ করে রাখে মুসলিম জনপথগুলো। কিংকর্তব্যবিমূঢ় মুসলমানরা চর্তুরদিকে ছুটাছুটি করতে থাকে। বাচার মরনপণ চেষ্টা চালায়, মুসলমানদের মহা বিপর্যয় পর্যবেক্ষণ করে ধূর্ত রাজা ফার্ডিন্যান্ড মুসলিম উম্মাহকে সমূলে ধ্বংস করার হিং¯্র মনভাব নিয়ে তার সৈন্যবাহিনীকে গ্রাডানার বিভিন্ন মসজিদ সমূহের পাশে আত্মগোপন করে সশস্ত্র অবস্থান নেওয়ার নির্দেশ দেন এবং মুসলমানদের উদ্দেশ্যে প্রতারণামূলক ঘোষনা দেয় যে, যে সব মুসলমান অস্ত্র সর্মপণ পূর্বক গ্রানাডার মসজিদ সমূহে আশ্রয় নিবে তাদেরকে পূর্ন নিরাপত্তা দেওয়া হবে এবং যারা সমুদ্রের খ্রিষ্টান জাহাজ সমূহে আশ্রয় নিবে তাদেরকে অন্যান্য মুসলিম দেশে পৌছে দেওয়া হবে।

অসহায় মুসলমানরা তাদের কথা বিশ্বস করে আশ্রয় নেয় বিভিন্ন মসজিদ ও জাহাজ সমূহে। শিকার যেন ফাদে আটকা পড়ল। হিং¯্র নরপিশাচের উদ্দেশ্য সফল হল। তৎক্ষণাৎ ধোকাবাজের নির্দেশে তার সৈন্যরা মসজিদ সমূহে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে দেয় ও মুসলমানগণের আশ্রিত জাহাজগুলো গহীন সমুদ্রে ডুবিয়ে তাদের মনবাসনা পূর্ন করে। প্রায় ৭ লাখ মুসলমানদের মধ্যে গুটিকয়েক ছাড়া সেই দিন উপস্থিত সবাই শাহাদাৎ বরণ করেন।

মুসলমানদের নির্মম পরিনতি দেখে প্রতারক রাজা ফার্ডিন্যান্ড উল্লাস চিত্তে স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে বলতে থাকে “হায় মুসলিম তোমরা এত বোকা” সে মুসলমানদের নাম দিল ‘এপ্রিল ফুল’ অর্থ ‘এপ্রিলের বোকা’। খ্রিষ্টান রাজা ফার্ডিন্যান্ডের নেতৃত্বে মুসলমানদের যেভাবে বোকা বানিয়ে রাখার জন্য খ্রিষ্টান সমাজে এপ্রিল ফুল (এপ্রিলের বোকা) নামে এই রেওয়াজ চালু করা হয়। এটা ছিল ১লা এপ্রিলের ঘটনা। ভাগ্যের নির্মম পরিহাস এক শ্রেণীর অজ্ঞ মুসলমান নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা সংস্কৃতি ভুলে গিয়ে এপ্রিলের বোকার মত অন্ধভাবে পালন করে যাচ্ছে এপ্রিল ফুল (এপ্রিলের বোকা দিবস), অথচ তাদের জন্য এটা একটা চরম বিষাদের দিন। তাই প্রত্যেক মুসলমানদের জন্য এহেন ঘৃণ্য উৎসব থেকে দূরে থাকা এর প্রতি ঘৃণা প্রদর্শন করা কর্তব্য এবং তাঁর সাথে সাথে এই হৃদয় বিদারক দিনকে শাহাদাৎ দিবস হিসেবে পালন করা কর্তব্য।

তাই আসুন আমরা এই দিনটিকে বিশ্ব শোক দিবস হিসাবে পালন করি এবং সাথে সাথে এই দিনে ফযর নামাজ বাদ মসজিদে এবং মুসলমানদের ঘরে ঘরে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করি- আমীন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।