আমাদের কথা খুঁজে নিন

   

ফোটোগ্রাফী-১৪

কিছু কথা যা কখনো একজন ফোটোগ্রাফারকে কে বলা উচিত নয় ! বললে কি প্রতিক্রিয়া হতে পারে তার একটি বিশ্লেষণ - ১। বাহ ! আপনার ক্যামেরাটা তো দারুন ছবি তুলে... প্রতিক্রিয়াঃ হ ! তুলবে না আবার !!! আমি তো ক্যামেরাডারে সব হাতে কলমে শিখায় দিসি ! এখন ঐ নিজে নিজে গিয়া ফটো তুইলা আনে... ২। ওয়াও ! ইউ হ্যাভ এ গ্রেট ক্যামেরা.. প্রতিক্রিয়াঃ ভাই ! থামেন !!! নান্নায় বিরানি খায়া ভাল লাগলে কি বাবুর্চিরে ডাইকা বলেন ‘ওয়াও ইউ হ্যাভ এ গ্রেট চুলা’ ? ৩। এহ মা ছবিতে আমার চেহারা কি বাজে আসছে !!! (এইটা মেয়েরা বেশী বলে) প্রতিক্রিয়াঃ বাস্তবের অপু বিশ্বাস কি ক্যামেরায় শ্রী দেবী হয়ে যাবে নাকি ? এইটা ক্যামেরা আলাউদ্দিনের চেরাগ না সিস্টার... ৪। সামনে আমার অমুক নানাত ভাইয়ের তমুকের বিয়া ! আপনারে ইনভাইট দিলাম ! আসার সময় ক্যামেরাটা নিয়া আইসেন... প্রতিক্রিয়াঃ বাঙ্গালির ফ্রি কাম করনের অভ্যাস আর গেলো না... ৫।

আপনের ক্যামেরার megapixel কতো ? প্রতিক্রিয়াঃ আইছে আমার আইনস্টাইন ! megapixel দেইখা ক্যামেরা বিচার করা আর জার্সির রঙ দেইখা টিম সাপোর্ট করা একই কথা...৬. ৬। ৬। আমার দাঁত উঁচা-উচা আসছে ! এগুলা photoshop দিয়ে ঠিক করে দিবা... প্রতিক্রিয়াঃ মনটা চায় একটা থাবড়া দিয়া দাঁতগুলা permanently ঠিক কইরা দেই... ৭. ছবি তোলার জন্য আবার টাকা দিতে হবে কেন ? প্রতিক্রিয়াঃ আপনের কি ধারনা আমি ক্যামেরা লেন্স-ফ্ল্যাশ এগুলা লাক্স সাবানের লগে ফ্রি পাইছি ?!? ৮। বেশীর ভাগ মেয়ে বলে থাকেন- আমার ছবি যেন সুন্দর হয়। প্রতিক্রিয়াঃ সুন্দর হবে কিভাবে ? মুখে একগাদা আটা লাগিয়ে রাখলে।

৯। ছবিতে যেন আমাকে মোটা না লাগে । প্রতিক্রিয়াঃ ক্যামেরা কি যাদুর বাক্স ? মোটাকে চিকন বানিয়ে ফেলব । আজিব । ১০।

আপনি অনেক সুন্দর ছবি তুলেন। প্রতিক্রিয়াঃ যে ছবি তুলে সে ভালো করেই জানে তার দৌড় কোন পর্যন্ত। একজন ভাল ফটোগ্রাফার হতে হলে আপনাকে ধৈর্য্য থাকতে হবে। থাকতে হবে পড়ার ও সেই মতে চেষ্টা করার ইচ্ছা। ছবি তোলার সময় যদি ক্যামেরা কেঁপে যায়, তাহলে ছবিটি ব্লার হয়ে যেতে পারে।

যদিও দিনের বেলায় প্রচুর আলোতে তুললে এটি নাও হতে পারে, তবে রাতের বেলায় এক চুল নড়া মানেও ছবির দফা রফা হয়ে যাওয়া! সূর্যের আলো যখন প্রখর তখন আপনার ক্যামেরার এ্যাপাচার ঠিক করুন f/16 এবং ক্যামেরার সাটার স্পিড কম পক্ষে 1/100 রাখুন। ছবি তোলার সময় সঠিক ISO নির্বাচন করাটা একটা গুরুত্ব পূর্ণ বিষয়। সাটার স্পিড কমিয়ে বাড়িয়ে বেশ সুন্দর ছবি পেতে পারেন। বিয়েবাড়িতে ছবি তুলতে হলে ফ্ল্যাশ লাইট কম ব্যবহার করুন। বিয়েবাড়িতে সাজগোজের ক্ষেত্রে মেকআপের ব্যবহার বেশি হওয়ায় ফ্ল্যাশের আলো দিয়ে ছবি তুললে ছবি খারাপ হওয়ার আশঙ্কা বেশি থাকে।

এ ক্ষেত্রে ক্যামেরার সঙ্গে থাকা (বিল্ট-ইন) ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে ছবি ভালো পাওয়া যাবে। কম্পোজিশনের উপর নির্ভর করে আপনার ছবি কতখানি ভালো হবে। ( চলবে...) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।