সিলেটের একটি ক্লিনিকে ছয় ঘণ্টায় ১৩ জন প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারে চিকি ৎ সকদের তাড়াহুড়াজনিত ত্রুটির শিকার হয়ে এক প্রসূতির জরায়ু কাটার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার দুপুরে ওই প্রসূতির স্বামী সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে ক্লিনিকের চারজন চিকি ৎ সককে আসামি করে মামলা করেছেন। আদালত গতকালই মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ক্লিনিকের গাইনি চিকি ৎ সক শাহানা ফেরদৌসের পরামর্শে ওই প্রসূতিকে নগরের জিন্দাবাজার এলাকার ইউনাইটেড পলি ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা এবং গর্ভজাত শিশুর অবস্থা বিবেচনা করে চিকি ৎ সক তা ৎ ক্ষণিক অস্ত্রোপচারের পরামর্শ দেন।
পরিবারের সদস্যরা এতে সম্মতি জানালে গত ২০ অক্টোবর রাত আটটায় অস্ত্রোপচার করে এক কন্যাশিশুর জন্ম দেওয়া হয়। পরে ২৫ নভেম্বর ক্লিনিক থেকে প্রসূতিকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পর থেকে ক্রমশ প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
প্রসূতির স্বামী (মামলার বাদী) অভিযোগ করে বলেন, ‘অস্ত্রোপচারের পর থেকে আমার স্ত্রীর শারীরিক জটিলতা দেখা দিলে আমি চিকি ৎ সক শাহানা ফেরদৌসের শরণাপন্ন হয়েও তাঁকে পাইনি।
তাই বাধ্য হয়ে অপর এক গাইনি বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা করাই। এ সময় ওই চিকি ৎ সক পরীক্ষা-নিরীক্ষা শেষে জরায়ু কেটে ফেলার বিষয়টি নিশ্চিত করেন।
ওই ক্লিনিকে গত ২০ অক্টোবর দুপুর দুইটা থেকে রাত আটটার মধ্যে মোট ১৩ জন নারীর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এতসংখ্যক সিজারিয়ান অস্ত্রোপচারের কারণে চিকি ৎ সকেরা অমনোযোগী হয়ে পড়েন। তাড়াহুড়া করে অস্ত্রোপচার করায় এমন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমার স্ত্রীর জন্মদানের অঙ্গ কাটিয়া ওই চিকি ৎ সকেরা নারীজীবনের সমাপ্তি ঘটিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন।
’
মামলায় আসামি চার চিকি ৎ সক হচ্ছেন: সিলেটের বেসরকারি হাসপাতাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক শাহানা ফেরদৌস চৌধুরী, ইউনাইটেড পলি ক্লিনিকের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা সুবির চন্দ্র দেব এবং ডরিন ও ঈশান নামে আরও দুজন চিকি ৎ সক।
ইউনাইটেড পলি ক্লিনিকের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা সুবির চন্দ্র দেব প্রথম আলোর কাছে জরায়ু কেটে ফেলার কথা স্বীকার করে বলেন, ‘অস্ত্রোপচারের পর ওই প্রসূতির প্ল্যাটেস (ফুল) বের না হওয়ায় জরুরি ভিত্তিতে রোগীকে বাঁচানোর জন্য জরায়ু কেটে ফেলা হয়েছে। একজন রোগীর জীবনের বিনিময়ে জরায়ু কেটে ফেলাটা সিম্পল (সাধারণ) একটি ঘটনা। ’ ওই দিন মাত্র ছয় ঘণ্টায় ১৩ জনের সিজারিয়ান অস্ত্রোপচার করা প্রসঙ্গে তিনি নিয়ম মেনেই হয়েছে বলে জানান।
মামলার আইনজীবী এ এস এম এ গফুর জানান, আদালত মামলাটি আমলে নিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোয়াজ্জেম হোসেনকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।